রূপগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা, আহত ৩

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের-১ আসনের রূপগঞ্জে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গাজীর স্লোগান দিয়ে কেন্দ্র দখলে নিতে যুবলীগ নেতা কাউসার প্রধান ও তার লোকজন হামলার ঘটনা ঘটিয়েছে। এতে বাধা দেওয়ায় কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার তিনজন কর্মী আহত হয়েছেন। উপজেলার ভোলাব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গণবাংলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভোলাব ইউনিয়নের নাজমুল হোসেন, হাবিবা আক্তার, আসাদুজ্জামান।

আহতদের মধ্যে হাবিবা আক্তার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তার ১০ থেকে ১৫  মিনিট পরই আতলাপুর বাজার থেকে গাজীর স্লোগান দিয়ে ভোলাব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এসময় বাধা দিলে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের ওপর হামলা করে।পরে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন।

 

রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জানান, আমার নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে।