বেনাপোল এক্সপ্রেসে আগুন ও হতাহতের ঘটনা সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ।

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল এক্সপ্রেসে আগুন ও হতাহতের ঘটনা সহ বিভিন্ন স্থানে অগ্নি সংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আগামীকাল সরকার দেশে নির্বাচনের আয়োজন করেছে। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে এদেশে বেশ কিছু রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে আসছে। বাংলাদেশ জাসদ ৭ জানুয়ারি,২০২৪ইং অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা ও পাতানো বলে অভিহিত করছে। বাংলাদেশ জাসদ সকলের সাথে আলোচনাক্রমে বিদ্যমান তফসিল বাতিল করে জাতীয় সংসদ বিলুপ্ত করে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। কিন্তু সরকার এ দাবির প্রতি কোনো কর্ণপাত করে নি। আমরা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকার জন্য দলের সকল নেতা-কর্মী-শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন বর্জনের শান্তিপুর্ন এই আহবানে দেশবাসীও অংশগ্রহনে প্রস্তুত।

এমনি সময়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন ও হতাহতের ঘটনা সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটদানে বিরত থাকার শান্তিপুর্ন আন্দোলনকে বিপথগামী করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।”

নেতৃবৃন্দ আরো বলেন, “আমরা ষড়যন্ত্রকারীদের দ্বারা সংগঠিত ঘটনার নিরপেক্ষ ও বিচারবিভাগীয় তদন্ত দাবী করছি এবং চলমান এইসব নাশকতামূলক কর্মকান্ডের জন্য দায়ী কারা তা উদঘাটনের দাবী করছি।”