কুমিল্লায় ১০কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪ এটিএম মাজহারুল ইসলাম, ক্রাইম রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লায় ১০ কেজি গাঁজা সহ মোঃ রাশেদুল রিমন (২৪) ও মোঃ ওয়াসিম আকরাম (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা কোটেশ্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে কুমিল্লা র্যাব -১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মোঃ রাশেদুল রিমন কুমিল্লা জেলার চান্দিনা থানার সুহিলপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে এবং মোঃ ওয়াসিম আকরাম বি-বাড়িয়া জেলার সদর থানার সুলতানপুর গ্রামের শেখ ভানু মিয়া এর ছেলে। অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কোটেশ্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় মোঃ রাশেদুল রিমন (২৪) ও মোঃ ওয়াসিম আকরামকে ১০ কেজি গাঁজা, দুইটি মোবাইল সেট ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে আটক করে। তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: