সাদা পোশাকের হলদেটে দাগ দূর করার সহজ প্রণালী

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি

ঈদ গরমের সময় ছিল বলে আমরা হালকা রঙের পোশাকই কম বেশি সবাই পরেছি। বিশেষ করে সাদা সুতির পোশাক পরছেন অনেকেই। এতে করে গরম কম লাগছে ঠিকই কিন্তু ঘামের হলদেটে দাগ বসে যায়। এজাতীয় দাগ তুলতে বেশ বেগ পেতে হয়।
কীভাবে তুলবেন এই দাগ চলুন জেনে নিই।১। বেকিং সোডা পানিতে মিশিয়ে সেই মিশ্রণে পোশাকের দাগ লাগা অংশটি ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর সাবান পানিতে ডুবিয়ে যথানিয়মে ধুয়ে নিন।

এভাবে সাদা পোশাক থেকে দাগ অনেকটাই দূর হবে।২। সাদা পোশাকের জন্য আলাদা ডিটারজেন্ট ব্যবহার জরুরী। অন্যান্য পোশাকের জন্য ব্যবহৃত সাবান দিয়ে সাদা পোশাক ধোয়া যাবে না।

৩। রঙিন পোশাক থেকে অনেক সময় রঙ উঠে ধুতে গেলে। এক্ষেত্রে সাদা পোশাক রঙ লেগে নষ্ট হতে পারে। তাই রঙিন পোশাকের সঙ্গে সাদা পোশাক ধোয়া যাবেনা, সাদা পোশাক আলাদা ধুতে হবে।৪।

ব্লিচ দিয়েও সাদা পোশাকের দাগ দূর করা সম্ভব। তবে ঘন ঘন ব্লিচের ব্যবহার না করাই ভালো।৫। চড়া রোদ সাদা পোশাকে হলদেটে দাগ ফেলতে পারে। তাই হালকা রোদে সাদা পোশাক শুকাতে দিতে হবে।

সূত্র : ক্লিনিপিডিয়া