কুমিল্লার চান্দিনায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মে ৬, ২০২৪ কাজী রাশেদ: চান্দিনা প্রতিনিধি কুমিল্লার চান্দিনায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা। তারা জানায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অনেক বৈষম্য রয়েছে। এর মধ্যে রয়েছে পদ-পদবী ও পদমর্যাদার বৈষম্য, সরকার প্রদত্ত গ্রেডিং সংক্রান্ত,মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা, লোকবলগত কাঠামো, ৫%বিশেষ প্রণোদনা, জাতীয় বেতন স্কেল ২০১৫,চলতি দায়িত্ব, পদোন্নতিতে কাল ক্ষেপণ, এপিএ বোনাস প্রদান,বৈদেশিক প্রশিক্ষণ, ছুটি ভোগ, ওভারটাইম/ডিস্টারবেন্স অ্যালাউন্স সহ আরো অনেক কিছুতেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকবলে অনেক বৈষম্য তুলে ধরেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার গড়ে তুলতে হলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূর করতে হবে।তারা আরো জানায় শুধুমাত্র বিদ্যুৎ সঞ্চালন সচল রাখা ছাড়া তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতি চালিয়ে যাবেন। SHARES জেলা/উপজেলা বিষয়: