রাজধানীর কুরবানী পশুর হাট ভোগান্তি সৃষ্টির কারণ যেন না হয় “জনগণের আহ্বান” ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৪ বিশেষ প্রতিনিধি: এইচ,এম,রহমাতুল্লাহ আসন্ন কুরবানী ঈদ সামনে রেখে মুসলিমদের পশু হাটে যাওয়া আসার চাহিদা বেড়েছে। শহরের পরিবেশ সুরক্ষিত রাখতে অস্থায়ী গরুর হাটের পারমিশন দেওয়া হয়ে থাকে। বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ এর ভিতর ঈদুল আজহা আয়োজন করে পশুর হাট বসিয়ে সরকারী রাস্তাঘাট নোংরা করা সহ দূষিত পরিবেশ সৃষ্টি হয়। রক্তের গন্ধ আর আবর্জনা ১৫ থেকে ২০ দিন পর্যন্ত জন জিবনে সঙ্গী হয়ে যায়। ইজারাদারদের খামখেয়ালি ও দলীয় প্রভাব পাড়া-মহল্লার নেতাদের প্রভাবে কেহ মুখ খোলার সাহস পায় না। মানুষ চলা-চলের রাস্তা দখল করে রীতিমতো ভোগান্তির সৃষ্টি করছেন হাট কর্তৃপক্ষ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ১৪টি অস্থায়ী পশুর হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ঈদ পূর্ববর্তী ৩ দিনের জন্য এসব হাট পরিচালনার কথা বলা হয়েছে। বাস্তবচিত্রে দেখা যায়, পশু হাটের নির্দিষ্ট জায়গা ছাড়াও মহল্লার অলিগলিতে বাশ পুতেঁ জমকালো আয়োজন করে চলাচলের রাস্তা দখল করে গরু বেধেঁ রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৮টি ও কদমরসুল অঞ্চলে ৫টি হাটের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। হাটগুলো হলো নাসিক ১ নং ওয়ার্ড সিআই খোলা বালুর মাঠ নাসিক ৩ নং ওয়ার্ড সানারপাড় লিথি গার্মেন্টস সংলগ্ন মৌলভী মো. ফজলুর রহমানের খালি জায়গা ৪ নং ওয়ার্ড তাজ জুট বেলিং কোং লি. এর পশ্চিম পাশের খালি মাঠ ৪ নং ওয়ার্ড টাইগার ওয়ার রি-রোলিং মিলসের মাঠ, ৮ নং ওয়ার্ড গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলস এর খালি মাঠ (রেল লাইনের পশ্চিম অংশ) ৯ নং ওয়ার্ড জালকুড়ি উত্তর পাড়া দশ পাইপ সংলগ্ন মোতালিব বেপারীর বালুর মাঠ ৯ নম্বর ওয়ার্ড ওয়াপদা রোডের উত্তর পার্শ্বে হাসনাত হিরত আলী মসজিদ সংলগ্ন বালুর মাঠ ১৮ নং ওয়ার্ডের শহীদ নগর এলাকায় রিয়াজউদ্দিন চৌধুরীর মালিকানাধীন খালি জায়গা ১৯ নং ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের পেছনে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট ২১ নং ওয়ার্ড স্কুল ঘাট সংলগ্ন বালুর মাঠ ২৩ নং ওয়ার্ড পূর্বপাড়া লতিফ হাজির মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা ২৩ নং ওয়ার্ড আলী আহম্মদ চুনকা সড়কের কাবিলের মোড় সংলগ্ন কাশেম জামাল সাহেবের খালি জায়গা, ২৪ নং ওয়ার্ড কাইতাখালি জনাব গোলন্দাজ সাহেবের খালি জায়গা ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ গোদাড়া ঘাট সংলগ্ন খালি জায়গা (খেলার মাঠ ব্যতিত) ২৫ নং ওয়ার্ড উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা। নির্দিষ্ট জায়গা ব্যতিত পশু হাটের বর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণ, পাশাপাশি মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জোরালো দাবী জানিয়েছেন। SHARES মতামত বিষয়: