কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় উত্তর রামপুরে পরিবেশ বিঘ্নিত।

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৪

 

এ কে এম আজাদ মোঃ হাসান: বিশেষ প্রতিনিধি

কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার দক্ষিন অংশে বাবুটিপাড়া ইউনিয়নের অন্তর্গত উত্তর রামপুর গ্রামে পরিবেশ ব্যাপক হারে বিঘ্নিত হচ্ছে।  মাটি দিয়ে তৈরি করা ইট পোরানোর ফিল্ড , সেই ইট পোরানোর ফিল্ডের প্রায় দুইশত গজ দক্ষিন পাশে, উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। ইলিয়টগঞ্জ বাস স্টেশন হইতে পান্তিবাজার যাওয়ার প্রধান সড়কের সাথে উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুলটিতে কোমল মতি ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য সরকারি বন্ধ ব্যতিত প্রতিনিয়ত শিশু শ্রেণী হইতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শত শত ছেলেমেয়েরা  স্কুলে অবস্থান করে। স্কুলটির প্রায় দুই শত গজ উওর পাশে মাটি দিয়ে পোরানো ইটের ফিল্ডটি কতটা পরিবেশ সম্মত? সাধারন জনগনের সাথে কথা বলে যানা যায়, ইট পোরানো ফিল্ডের কালো ধোয়ায় স্কুল পড়ুয়া কোমলমতী ছেলেমেয়ে এমন কি সাধারণ জনগন অনেকেরই প্রায় সময় ঠান্ডা কাশি লেগেই থাকে।এহেন নাজুক পরিস্থিতি থেকে আশু সমাধান কল্পে সাধরন জনগন প্রশাসনের  সুদৃস্টি কামনা করেন। পরিবেশ রক্ষার জন্য এলাকাবাসী জোর দাবী করেন।