এনবিআর এর চোখ ফাঁকি!!! কোটি কোটি টাকার সাম্রাজ্যের রাজা আনোয়ারুল ইসলাম ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ মো: জিল্লুর খান (বিশেষ প্রতিনিধি): (পর্ব ১) মোঃ আনোয়ারুল ইসলাম নিম্ন মধ্যবিত্ত কৃষক বাবার মেধাবী ছেলে। পরালেখা শেষ করে দেশের স্বনামধন্য একটি আইটি ফার্মে মাত্র ৮০০০/- হাজার টাকা বেতনের চাকরি দিয়ে জীবন যাপন শুরু করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। নয়া পল্টন এলাকার মসজিদ গলি নামের একটি জায়গায় ১৯৯৬ সালে ঢাকায় আসার পর ভাড়া বাসায় বসবাস শুরু করেন মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি একনাগারে ২০১৮ সাল পর্যন্ত সেখানে বসবাস করেন। ২০২২ সালে বিলাসবহুল আলিশান ফ্ল্যাট ক্রয় করার পর তিনি দুই মেয়ে এক ছেলে এবং স্ত্রী জেসমিন আক্তার লিপি কে নিয়ে নিজের ফ্ল্যাটেই বসবাস শুরু করেন। প্রথম অবস্থায় সংসার চালাতে কষ্ট হলেও তিনি বর্তমানে মাত্র ২০ বছরের ব্যবধানে শত কোটি টাকার মালিক। শুধুমাত্র একটি আইটি কোম্পানিতে চাকরি করে কিভাবে কোটি টাকার মালিক হওয়া যায়? এ প্রশ্নের উত্তর বের করতে ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন টিম মোঃ আনারুল ইসলামের সম্পত্তির সন্ধান করে। তদন্তে বেরিয়ে আসে তার নামে বেনামে অঢেল সম্পত্তি। মোঃ আনোয়ারুল ইসলাম এর পল্টনের দুই ইউনিটের একটি ফ্লাট রয়েছে। যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। সাভার আশুলিয়ায় রয়েছে প্রায় ৫ কোটি টাকা মূল্যের জমি।গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের জমি ক্রয় করেন মোঃ আনারুল ইসলাম। অনুসন্ধানে জানা যায়, তিনি রীতিমতো গাড়ি বহর নিয়ে চলাফেরা করেন। কুমিল্লা নাঙ্গলকোট এলাকায় তিনি যতবারই যান গাড়ি বহর সাথে করে যান। তার এলাকার মানুষ তাকে প্রচন্ড প্রভাবশালী ব্যক্তি হিসেবে চিনেন। অনুসন্ধানে বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংকে তার একাউন্টের সন্ধান পাওয়া যায়। তার মাঝে প্রাইম, সোনালী, অগ্রনী, উত্তরা, ওয়ান, ইসলামি, আই সি সি ব্যাংকে তার স্ত্রী জেসমিন আক্তার লিপির নামে কোটি টাকার ডিপিএস এবং এফডিআর রয়েছে বলে তথ্য পাওয়া যায়। মোঃ আনোয়ারুল ইসলামের টাকার উৎস তার আরও সম্পত্তি এবং ব্যাংকের একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী পর্বে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: