রূপগঞ্জে বেনজিরের জব্দ করা সেই বাড়িতে এবার তল্লাশি চালাচ্ছে দুদক Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ অবশেষে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিং এ থাকা প্রায় ২৪ কাঠার জব্দ করা ডুপ্লেক্স বাড়িটিতে তল্লাশি চালিয়েছে দুদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘র করা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে ১০ জুলাই বুধবার দুপুরে এ বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে সাংবাদিকদের দুদক’র নারায়ণগঞ্জ‘র সমণ্বিত কার্যালয়ের উপ-পরিচলাক মঈনুল হাসান রওশনী জানান,ভিতরে আমরা তেমন কিছু পাইনি একটি সাধারণ পরিবারের যেরকম আসবাবপত্র থাকে যেমন টিভি, ফ্রিজ, এসি, ও বিভিন্ন ব্যবহার সামগ্রী আসবাবপত্র ইত্যাদি। এদিকে বাড়িটি ঘিরে নানা রহস্য ও জবর দখলের শিকার হওয়া স্থানীয় জমি মালিক ও বাসিন্দাদের মাঝে স্বস্তি ও সরকারকে ধন্যবাদ জানান তারা। তবে তল্লাশি চলাকালে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে দুদক’র নারায়ণগঞ্জ‘র সমণ্বিত কার্যালয়ের উপ-পরিচলাক মঈনুল হাসান রওশনী আজ (৬ জুলাই) দুপুরে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত ওই বাড়িতে আদালতের নির্দেশে সাইনবোর্ড টাঙ্গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাঁটানো হলো। ঐ সময় উপস্থিত ছিলেন, দুদকের উপ-পরিচালক মঈনুল হাসান রওসানী, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকারসহ আরো অনেকে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছেন। সে তালিকায় এ বাংলোটিও রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।## SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: রূপগঞ্জ নারায়ণগঞ্জ