ড্রাইভিং লাইসেন্স সহজ লভ্য করতে নতুন যাত্রা শুরু বি আার টি এ র।

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ড্রাইভিং লাইসেন্স পেতে একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিকের কাজ শুরু করেছে বাংলাদেশ রোর্ড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ।

আজ (মঙ্গলবার) ঢাকার চারটি কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সেবা প্রত্যাশীদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য কমবে বলে জানান বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

ড্রাইভিং লাইসেন্স পেতে এখন বিআরটিএ’র কার্যালয়ে ঘুরতে হবে না, পরীক্ষা ও বায়োমেট্রিক কিংবা টাকা জমা দিতে ভিন্ন ভিন্ন দিন যেতেও হবে না। একদিনে একই জায়গায় সব কাজ শেষ করতে পারবেন সেবা প্রত্যাশীরা।

মঙ্গলবার ঢাকার চারটি কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। নতুন এই পদ্ধতি অনুযায়ী, অনলাইনে আবেদনকারীরা পরীক্ষার তারিখ পাবেন। নির্ধারিত দিনে একইসঙ্গে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও ফল জানিয়ে দেবে বিআরটিএ। উত্তীর্ণরা একই দিনে টাকা জমা ও বায়োমেট্রিকের কাজ করতে পারবেন।

এরপর র্নিধারিত দিনে ঘরে বসেই ঠিকানা অনুযায়ী ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আবেদনকারীরা।

পর্যায়ক্রমে দেশের সব আঞ্চলিক কার্যালয়ে একই ছাতার নিচে ড্রাইভিং লাইসেন্স এর সব সেবা চালু হবে বলেও জানান বিআরটিএর চেয়ারম্যান