কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একতা- সততা সার্ভিসের চালক-সহকারীদের নিয়ে প্রশিক্ষণ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ কাজী রাশেদ, কুমিল্লা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একতা ও সততা বাস সার্ভিস এর চালক এবং সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৪ ফেব্রুয়ারী রাত ৯টা থেকে ১১ পর্যন্ত চান্দিনার মাধাইয়া বাজার একতা ও সততা কার্যালয় প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। একতা ও সততা সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কে এম জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন চার্জ মো:মঞ্জুরুল আলম মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি চন্দন সাহা,সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস এর চেয়ারম্যান সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: শাহ আলম বেপারি। অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস এর মহাসচিব আবুল কালাম আজাদ, পরিবহন ব্যবসায়ী কাজী শাখায়াত হোসেন সাক্কু প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন কে এম জামাল হোসেন এবং মো: কামাল মুন্সী। ফ্রেন্ডস মটরস মাধাইয়া বাজার,চান্দিনা এর আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবুল খায়ের। এসময় শ্রেষ্ঠ গুণী চালকদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। পরে বিশেষ মোনাজাত শেষে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। SHARES বিশেষ সংবাদ বিষয়: