রেলমন্ত্রী মজিবুল হকের সহধর্মিনীর ভাগিনা শাখাওয়াত হোসেন (বিপ্লব) এর অঢেল সম্পত্তি ও দুর্নীতি : পর্ব ১ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪ স্টাফ রিপোর্টার :আওয়ামী লীগ সরকারের তৎকালীন রেলমন্ত্রী মজিবুল হকের স্ত্রীর বড় বোনের ছেলে শাখাওয়াত হোসেন (বিপ্লব) এর অঢেল সম্পত্তির খোঁজ পেল সাংবাদিক। খোঁজ নিয়ে জানা যায়, রেলমন্ত্রী থাকাকালীন মুজিবুল হকের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর ছিলেন এই বিপ্লব। স্ত্রীর ভাগিনা হওয়ার সূত্রে বিপ্লব খুব সহজেই মুজিবুল হকের ঘনিষ্ঠ সহচর বনে যান। শুরু হয় তার চাকরিতে নিয়োগ বাণিজ্য সহ অন্যান্য দুর্নীতি। মজিবুল হক রেলমন্ত্রী থাকাকালীন সময়ে এই বিপ্লব টেন্ডার বাজি এবং নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছে। গত ৮/৯ বছর আগে শাখাওয়াত হোসেন বিপ্লব “কোকলা ফুড প্রোডাক্ট” এর একজন এস আর হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু রেলমন্ত্রী মুজিবুল হক তার খালাকে বিয়ে করার পর হঠাৎ করে বিপ্লব একই কোম্পানির বগুড়া জেলার ডিলারশিপ পেয়ে যান। শুরু হয় তার দুর্নীতি। জানা যায়, রাজধানী ঢাকার শ্যামলীতে তার একটি বিলাসবহুল বহুতল ভবন রয়েছে। যার আনুমানিক অর্থ মূল্য ১০ কোটি টাকা। বগুড়া জেলার রেলওয়ে মার্কেটে টেন্ডার দুর্নীতি করে রেলমন্ত্রী খালুর সহযোগিতায় হয়েছেন ১০টি দোকানের মালিক।যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। সূত্র মতে ডাচ-বাংলা ব্যাংক সহ বেশ কয়েকটা ব্যাংকে নামে বেনামে সেভিং অ্যাকাউন্ট সহ রয়েছে মোটা অংকের এককালীন ডিপোজিট এবং সঞ্চয়পত্র। নির্ভরযোগ্য সূত্র থেকে আরো জানা যায়, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) শাখাওয়াত হোসেন বিপ্লব এর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ আহরণ এবং রাজস্ব ফাঁকির মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। শাখাওয়াত হোসেনের সম্পত্তি, ব্যাংক বিবরণ এবং ব্যবসা সম্বন্ধে জানতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: