রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গত ৩১আগষ্ট শনিবার রাতে পাওনা টাকা চাওয়ায় গার্মেন্টস শ্রমিক মোঃ জিহাদকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৭নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া।

নিহত জিহাদের মা রিনা বেগম জানান, গত ৮মাস পূর্বে তার ছেলে জিহাদের কাছ থেকে একই এলাকার শিপলু ও আবু বকর ১হাজার ৭শত টাকা ধার নেন। এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা জিহাদকে প্রথমে মারধর ও পরে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জুবায়ের হোসেন বলেন, চনপাড়ায় ছুরিকাঘাতে এক জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।