ভালুকায় ৪ টি ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩ দিলীপ কুমার দাস ময়মনসিংহ। ময়মনসিংহের ভালুকায় চারটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভালুকা বাজারের পাঁচ রাস্তা মোড় এলাকায় ওই অভিযানে জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের লাইসেন্স নবায়ন না থাকা এবং দোকানে সেম্পল ওষুধ রাখার ওইসব জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, সেম্পল রাখার দায়ে মাস্টার ফার্মেসিকে ৬ হাজার, রাজ্জাক মেডিকেল হলকে ৬ হাজার, জামান মেডিকেল হলকে ২ হাজার, মা মেডিসিন কর্নারকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক রেশমা সুলতানা যুথী। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: