দুদক টিমের ছদ্মবেশে বিভিন্ন সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান। Crime Patrol Crime Patrol News প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩ মুহাম্মদ কবির চৌধুরী ঃ দলিল করতে ঘুষ লেনদেনের অভিযোগ যাচাই করতে দুদক টিম ছদ্মবেশে হাজির হয়েছিল রাজধানীর ডেমরার সাব-রেজিস্ট্রার অফিসে। একই দিন অভিযান চালানো হয় লক্ষ্মীপুর সাব-রেজিস্ট্রার অফিসেও। অভিযানকালে গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে টিম। এনফোর্সমেন্ট টিম দলিল প্রতি সরকার নির্ধারিত ফির অতিরিক্ত লাখ প্রতি ৫০০ টাকা সাব রেজিস্ট্রারের নামে কালেক্ট করার প্রমাণ পাওয়া পায়। এছাড়া নানা হয়রানির প্রমাণ মিলে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: