মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আকুল আবেদন :জ্বরাজীর্ণ ভাঙ্গা ঘরে কষ্টে জীবন যাপন করছেন মরিয়ম বেগম।

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

নিজস্ব প্রতিনিধি।

ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম বেগম। ৬/৭ বছর হলো রোগে শোকে তার স্বামীও মারা গেছে। অল্প একটু জায়গাতে একটি চালা বেঁধে থাকতেন সেটি অতি পুড়াতন হয় ভেঙ্গে পড়েছে। এখন নিঃস্ব মরিয়ম বেগম। গৃহহীন হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। এই পর্যন্ত তিনি নেতাকর্মী ও ইউএনও অফিসের কর্মকর্তাদের একটি সরকারী ঘরের জন্য বহুবার হাতেপায়ে ধরেছেন কিন্ত কোন কাজ হয় নাই। ছেলেমেয়েরা ছোট। আয়রোজগার করার মতো কেউ নেই তার।
মানুষের বাসা বাড়িতে কাজ করে আজকের দিনে
চলা কঠিন।
মরিয়ম বেগম বলেন,আমার স্বামীও সারা জীবন ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী ছিলেন। তিনি আজ নাই। আমার কথা বলার মতো দুনিয়াতে কেউ নাই। আমি বড় অভাগী। আজ আমাদের আওয়ামীলীগ সরকার মানুষের উন্নয়নের জন্য গৃহহীন ও আশ্রয়হীনের মমতায়ী মা,জননেত্রী শেখ হাসিনা অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছেন।
আমি আমার এই বৃদ্ধ বয়সে একটি সরকারী ঘর পেলে ছেলেমেয়েদের নিয়ে বাকি জীবনটা কাটাতে পারব।