কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বিতর্ক পরিষদ (ভিসিডিএস)আয়োজিত ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। 

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩
কুমিল্লা প্রতিনিধি : ”সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে’’ এ স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিলো ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।
 রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভিসিডিএস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মোতাহের হোসেন চৌধুরী লাইব্রেরি ভবনের নিচ তলায় ভিসিডিএস কার্যালয়ে কেক কাটার মাধ্যমে  ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রমি দেবনাথের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিতর্ক পরিষদের মডারেটর সহযোগী অধ্যাপক মু. আনোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসিডিএস এর প্রধান পৃষ্ঠপোষক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক এডিশনাল মডারেটর জোবায়দা নুর খান, বাংলা বিভাগের প্রভাষক এডিশনাল মডারেটর মেহেদী হাসান, প্রতিষ্ঠাকালীন সভাপতি গাজী মু. সালাহ উদ্দিন, কলেজের অন্যান্য অঙ্গসংগঠনের প্রতিনিধি সহ ভিসিডিএস এর প্রাক্তন ও নিয়মিত সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভিসিডিএস এর সদস্যরা রম্য বিতর্ক (পাত্রী চাই), অনুভূতি প্রকাশ, রম্য সংবাদ পাঠ, প্রিয়জনের পত্রলিপি সহ আরোও নানান আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, কলেজের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার জন্য ভিসিডিএস এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি তোমরা আমাদের জন্য আরোও অনেক সুনাম বয়ে আনবে।
কলেজের উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী বলেন, দুর্বার গতিতে এগিয়ে যাক ভিসিডিএস। সমাজে ইতিবাচক চিন্তাধারা প্রশমনে ভিসিডিএস যেন সবসময় অগ্রনী ভূমিকা পালন করতে পারে তার জন্য শুভকামনা রইল।
ভিসিডিএস এর সভাপতি আলিমুল হক আজাদ  বলেন, অতীতের সকল সাফল্যকে ছাড়িয়ে ভিসিডিএস সামনে আরোও নতুন নতুন সাফল্য নিয়ে আসবে। ভিসিডিএস পরিবার সবসময়ই আপন শক্তি দিয়ে বিতর্ক জগতে দীপ্ত পায়ে পূর্বের মতো বিচরণ করবে এবং বেচে থাকবে আজীবন।