কুমিল্লার চান্দিনায় একাদশ শ্রেণীর পাঠ্য বই উপহার দিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত। 

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের পাঠ্য বই উপহার দিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের সকল পাঠ্যবই উপহার দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজ এর দাতা সদস্য সৈয়দ ফয়েজুর রহমান, অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো. খুর্শীদ আলম, পরিচালনা পর্ষদ সদস্য সাজেদুল আলম প্রমুখ।
অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো. খুর্শীদ আলম জানান, বাংলাদেশের প্রখ্যাত গাইনোকলোজিস্ট মরহুম সৈয়দা ফিরেজা বেগম চান্দিনায় নারী শিক্ষাকে এগিয়ে নিতে ১৯৭০ সালে চান্দিনা প্রাণ কেন্দ্রে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়টি কলেজে রূপান্তর করা হয়।
২০২৩ সালে শুরু হয় একাদশ শ্রেণীর পাঠদান কার্যক্রম। প্রথম বছরেই ৮৬জন শিক্ষার্থী কলেজ শাখায় ভর্তি হয়। তাদের সকলকে ব্যক্তিগত অর্থায়নে নতুন পাঠ্যবই উপহার দেন বিদ্যালয় পরিচলনা পর্ষদ সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। নতুন বই উপহার পেয়ে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত।