কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, জিলা স্কুল, ফয়জুন্নেছা স্কুল আমাদের অহংকারের প্রতীকঃ আ ক ম বাহাউদ্দিন বাহার। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি বলেন, জিলা স্কুল আর ফয়জুনেচ্ছা স্কুল আমাদের অহংকারের প্রতীক। আমরা পরিচয় দেওয়ার সময় যে প্রতিষ্ঠা গুলোর নাম বলি তার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ফয়জুন্নেছা স্কুল। এই নাম গুলো মুখে নিলে বুক ভরে যায়। আমি এখানে এসে অনেক শিক্ষাথীদের সাথে হ্যান্ডশেক করেছি। আমার বিশ্বাস এখান থেকে একদিন বাংলাদেশের প্রধান বিচারপতি তৈরি হবে, এখান থেকেই কুমিল্লার সংসদ সদস্য হবে। আমার বিশ্বাস এখানকার শিক্ষার্থীরাই দায়িত্বভার গ্রহণ করে কুমিল্লাকে এগিয়ে নিবে। এমপি বাহার আরো বলেন, মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশের সকলের কাছে পৌঁছে দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ এখন গরিব দেশ না, বাংলাদেশকে নিয়ে আমরা অহংকার করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চস্তরে নিয়ে গেছেন, যার কারণে আমরা মাথা উঁচু করে চলতে পারি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল হাফিজ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা ফয়জুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, অনুষ্ঠান শুরুতে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। SHARES জেলা/উপজেলা বিষয়: