কিশোরগঞ্জে কুলিয়ারচরে সিএনজি চালিত অটোরিকশা উল্টে একজন নিহত।

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আখড়ামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কুলিয়ারচরের আগরপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ভৈরবের দিকে যাচ্ছিল। রামদি ইউনিয়নের আখড়ামোড় সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরিকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও দু’জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।