রাজধানী ঢাকার ৫৮টি মার্কেট ও শপিংমল ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, ১৪ টি ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ৩৫টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে জরিপের তালিকা প্রকাশ। । ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩ বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর জরিপে দেখা গেছে, রাজধানী ঢাকার ৫৮টি মার্কেট ও শপিংমল অরক্ষিত অবস্থায় রয়েছে। অগ্নি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার (১৬ এপ্রিল) ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ও ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে বাজার ও শপিংমলের একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। জরিপে, নয়টি মার্কেট ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, ১৪ টি ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ৩৫টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। অত্যন্ত ঝুঁকিপূর্ণ মার্কেট গুলো হলো; গাউসিয়া মার্কেট, বরিশাল প্লাজা মার্কেট, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, আলাউদ্দিন মার্কেট, শাকিল আনোয়ার টাওয়ার, শহীদুল্লাহ মার্কেট, শরীফ মার্কেট, মায়া কাটারা এবং রোজলিন ভিস্তা। কর্নেল তাজুল ইসলাম বলেন, “নিউ সুপার মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় বিষয়টি তাদের বারবার জানানো হয়েছে।” তিনি বাজারের ব্যবসায়ী ও ব্যবস্থাপনা কমিটিকে বিভিন্ন পয়েন্টে রাতভর পাহারা দেয়ার জন্য লোক নিয়োগের আহ্বান জানান। তাজুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা ডিজিএফআই ও এনএসআই সদস্যদের নিয়ে বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছেন। তিনি বলেন, “আমরা দুঃখের সঙ্গে বলতে চাই যে পরিদর্শনে আমরা যা দেখেছি তা সন্তোষজনক নয়। আমরা চারটি বাজার মালিক সমিতির সঙ্গে কথা বলেছি এবং কীভাবে আগুন মোকাবেলা করতে হবে সে সম্পর্কে তাদের ধারণা দিয়েছি।” এর আগে, শনিবার (১৫ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। SHARES দুর্ঘটনা বিষয়: