প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছিঃ আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ‘ পরাধীন বাঙ্গালীকে মুক্ত করতে  বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যৌবনের ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধু সুখি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আজকে যখন দেখি আমেরিকা- অষ্ট্রেলিয়ার  শিক্ষার্থীরা যেভাবে ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে  স্কুলে যায়, আমাদের অজোপাড়া গায়ের শিক্ষার্থীরাও সেভাবে ইউনিফর্ম পড়ে ব্যাগ কাঁধে স্কুলে যায়। তাদের হাতে যেমন শিক্ষা উপকরণ ট্যাব দেখা যায় আজ আমাদের  মেধাবী শিক্ষার্থীদের হাতেও ট্যাব তুলে দেওয়া হচ্ছে। এ দৃশ্য বলে দেয় বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধুতো এমন বাংলাদেশই চেয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার  এমপি এ সব কথা বলেন।
জানা যায়,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগনণা ২০২২ প্রকল্প হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনের লক্ষ্যে কুমিল্লা আদর্শ সদর ও মহানগরীর ৪৮ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৮৮ ছাত্র-ছাত্রী মাঝে এই ট্যাব বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির ১ম,২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।  এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে খুবেই খুশি শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকগণ।  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ট্যাবগুলো তুলে দেন।