ঢাকা শহরের বেশ কিছু এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান ঃ তিতাস।

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩
স্টাফ রিপোর্টার ঃ ঢাকা শহরের বেশ কিছু এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তবে আপাতত বাসাবাড়িতে গ্যাসের চুলা না জ্বালাতে এবং নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তিতাস।
সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার খবর আসতে শুরু করে। অনেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। তাদের অনেকের অভিযোগ, তিতাসের জরুরি যোগাযোগের নম্বরে ফোন করে সংযোগ পাননি।
রাত ১১টার দিকে মহাখালী এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ পান স্থানীয়রা। তখন অনেকে আতঙ্কে বাসা থেকে বের হয়ে যান। এসময় আইপিএস মসজিদের মাইক থেকে চুলায় আগুন না জ্বালানোর আহ্বান জানানো হয়।
মহাখালী আইপিএস মসজিদ এলাকার বাসিন্দা জিসান খান বলেন, হুট করে মহাখালী এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু কোথা থেকে গ্যাস বের হচ্ছে, তা খুঁজে পাচ্ছিলাম না। এ নিয়ে মহল্লায় আতঙ্ক ছড়িয়ে যায়। তখন মসজিদের মাইকে বাসায় চুলা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।
ফেসবুকে অনেকের মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার পোস্ট দেখা গেছে। বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে বলেও ফেসবুকে পোস্ট দেন তারা।

অন্যদিকে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
কী ঘটেছে সে বিষয়ে তিতাসের গুলশান টিমের সুপারভাইজার আরিফ হোসেন সাংবাদিকদের জানান, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আমরা চাপ কমিয়ে দিয়েছি। ধীরে ধীরে সমস্যার সমাধান হয়ে যাবে।