“ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল” অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১৩ জুন) জেনেভায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

বিশেষ প্রতিনিধি : আগামী ১৪ ও ১৫ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’। এই অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১৩ জুন) জেনেভায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্র্যান্ডি, ১৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে শেখ হাসিনা,প্যালাইস ডেস নেশনসএ সুইস কনফেডারেশন-এর প্রেসিডেন্ট অ্যালেন বেরসে এর সঙ্গে সাক্ষাৎ করবেন।সাক্ষাতের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

বিকালে,প্যালাইস ডেস নেশনসএ ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩’-এর প্লেনারিতে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার সঙ্গেও বৈঠক করবেন তিনি। ডিজি আইএলও কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি নৈশভোজে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫ জুন ডব্লিউইএফ’র অফিসে, ডব্লিউইএফ’র এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকের পর, ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

সন্ধ্যায়, ডব্লিউটিও ডিজি ড. ওকোনজো-ইওয়ালা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন। ১৬ জুন সকাল ১১টায় জেনেভা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ১৭ জুন ভোরে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

‘দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩: সোশ্যাল জাস্টিস ফর অল’ হলো সামাজিক ন্যায়বিচারের সমর্থনে বর্ধিত, সমন্বিত ও সুসংগত পদক্ষেপের প্রয়োজনীয়তা মোকাবেলায়, বিশ্ব নেতাদের আলোচনার জন্য একটি উচ্চ-স্তরের ফোরাম।

এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি গ্লোবাল কোয়ালিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা ও অবহিত করার সুযোগ দেবে। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, পানামার প্রাক্তন প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভারেলা, ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী এবং বেশ কয়েকজন উচ্চ-পর্যায়ের অতিথি সম্মেলনে বক্তব্য রাখবেন।

দুই দিনের শীর্ষ সম্মেলন, আরো টেকসই ও ন্যায়সঙ্গত বিশ্ব তৈরিতে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকাকে তুলে ধরবে এবং সামাজিক ন্যায়বিচার এগিয়ে নিতে এবং নীতির সম্পর্কিত সুসংগত পরিস্থিতি নিশ্চিত করার জন্য বর্ধিত এবং যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করবে।

এটি অংশগ্রহণকারীদের সামাজিক ন্যায়বিচার সম্পর্কে, তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার গুলো ভাগ করে নেয়ার জন্য এবং তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, তা প্রদর্শন করার জন্য একটি ফোরাম তৈরি করবে।কেননা, তারা সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

শীর্ষ সম্মেলনে, রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব, আইএলও মহাপরিচালক এবং নিয়োগ-কর্তা ও শ্রমিক সংগঠনের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিগণ ভাষণ দেবেন।