চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা ও তাঁর স্ত্রী,মেয়েসহ তিনজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী (৬৮), তাঁর স্ত্রী, মেয়েসহ তিনজনের বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক বাদী হয়ে মঙ্গলবার নিজ কার্যালয়ে পৃথক দুটি মামলা করেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি।দুদক সূত্র জানায়, দুটি মামলায় আসামি করা হয় গোলাম কিবরিয়া হাজারীকে। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ও তাঁর স্ত্রী সেলিনা আক্তারকে সম্পদ বিবরণী দাখিলের জন্য চিঠি দেয় দুদক। ওই বছরের সেপ্টেম্বরে তাঁরা দুজন সম্পদ বিবরণী জমা দেন। কিন্তু তাঁদের নামে ২ কোটি ৩৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৪ কোটি ৯৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। সেলিনা আক্তার নিজেকে শেয়ারসহ ব্যবসায়ী দাবি করলেও বৈধ কোনো কাগজপত্র দুদককে দেখাতে পারেননি। তাঁর স্বামীর অবৈধ আয়ে তিনি সম্পদের মালিক হয়েছেন। এ জন্য স্বামী-স্ত্রী দুজনকে আসামি করে একটি মামলা হয়।

আরেক মামলায় গোলাম কিবরিয়া ও তাঁর মেয়ে সাদিয়া আক্তারকে আসামি করা হয়। এতে ৩ কোটি ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পায় দুদক। সাদিয়া নিজেকে ব্যবসায়ী দাবি করলেও ব্যবসা থেকে আয়সংক্রান্ত কোনো তথ্য দুদককে দিতে পারেননি।

দুদক সূত্র জানায়, গোলাম কিবরিয়া ১৯৯০ সালে প্রিভেন্টিভ অফিসার হিসেবে কাস্টমসে যোগদান করেন। ২০০১ সালে পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। ২০০৯ সালে সহকারী রাজস্ব কর্মকর্তা হন। ২০১২ সালে সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। ২০১৪ সালে তিনি ওই পদ থেকে অবসরে যান।