জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীর রিমান্ড মঞ্জুর।

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

স্টাফ রিপোর্টার : জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজের চার দিন এবং তার স্ত্রী নাজনীন সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশের একটি আদালত।

এর আগে, শনিবার (২৪ জুন) তাদের আদালতে হাজির করা হয় এবং ডেমরা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রত্যেকের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এই মামালার তদন্ত করছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, শুক্রবার রাতে রাজধানী ঢাকার ডেমরা থেকে শামিন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে সিটিটিসি।