বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর পর আরও ৪৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩ বিশেষ প্রতিনিধি : বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলার চার্জশিটভুক্ত আসামি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর পর আরও ৪৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছেন।আদালতের আদেশে বলা হয়, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ একাধিক আসামির বিরুদ্ধে ঋণ জালিয়াতিসহ ব্যাংকের প্রায় ২ হাজার ২৬৮ কোটি টাকা আত্মসাৎ ও আত্মসাতে সহায়তার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। গোপন সূত্রে জানা যায়, এজাহারভুক্ত ও তদন্তে নাম আসা আসামিরা দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে বিচারকাজ পরিচালনার জন্য তাঁদের উপস্থিতি প্রয়োজন। বিষয়টি বিবেচনা করে আদালত আরও ৪৫ আসামির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশটি গত বুধবার স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠানো হয়েছে। পরে স্পেশাল ব্রাঞ্চ আদেশের কপি সব বিমানবন্দর, স্থলবন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। আবদুল হাই বাচ্চুর বিদেশ গমনে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন গত ২১ জুন। এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত ৪৫ জন হলেন– ব্যাংকের সাবেক এমডি এবং সিইও কাজী ফকরুল ইসলাম, সাবেক এমডি এ কে এম সাজেদুর রহমান, ব্যাংকের সাবেক কোম্পানি সচিব শাহ আলম ভূঁইয়া, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক এস কে মঞ্জুর মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ, বেসিক ব্যাংক গুলশান শাখার সাবেক ডিজিএম ও শাখাপ্রধান এস এম ওয়ালিউল্লাহ, গুলশান শাখার সাবেক ক্রেডিট ইনচার্জ, রিলেশনশিপ ম্যানেজার ও উপব্যবস্থাপক এস এম জাহিদ হাসান, সাবেক মহাব্যবস্থাপক এ মোনায়েম খান, মো. সেলিম, উপব্যবস্থাপক এন এ তফিকুল আলম, ঢাকার ইসলামপুর শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, সাময়িক বরখাস্ত সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী, উপব্যবস্থাপক (বর্তমানে নির্বাহী ব্যবস্থাপক) এনামুল হক, গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শিপার আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইমরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক রায়হান আলী, ব্যাংকের সাবেক অপারেশন ম্যানেজার সরোয়ার হোসেন, সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ আলী চৌধুরী, মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান কোরবান আলী, শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যস্থাপক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, রিলেশনশিপ ম্যানেজার ও ক্রেডিট ইনচার্জ সাদিয়া আক্তার শাহীন, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইদ্রিস ভূঁইয়া, ব্যবস্থাপক (বর্তমানে সহকারী মহাব্যবস্থাপক) মো. জালাল উদ্দিন, ব্যবস্থাপক (বর্তমানে সহকারী মহাব্যবস্থাপক) রুমানা আহাদ, ব্যবস্থাপক (বর্তমানে সহকারী মহাব্যবস্থাপক) এ এস এম আনিসুর রহমান চৌধুরী, ব্যবস্থাপক রাজিয়া খাতুন, সাবেক ক্রেডিট ইনচার্জ ও সহকারী ব্যবস্থাপক আবদুস সবুর, মহাব্যবস্থাপক ও শাখা ইনচার্জ জয়নাল আবেদীন চৌধুরী, সাবেক সহকারী মহাব্যবস্থাপক কাজল কান্তি দত্ত এবং সহকারী মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথ। এ ছাড়া তালিকায় আছেন ঢাকার লালমাটিয়া এলাকার শাহাদাৎ হোসেন চৌধুরী, মেসার্স বি আলম শিপিং লাইনসের মালিক মোহাম্মদ বশিরুল আলম, আমিরা শিপিং এজেন্সির মালিক মো. গিয়াস উদ্দিন মোল্লা, দোহার শিপ মেরিন কোম্পানির মো. বরকত আলী, মেসার্স নাহার গার্ডেন লিমিটেডের চেয়ারম্যান আকরাম হোসেন, এমডি মো. সফিউল ইসলাম, এস ডি সার্ভে ফার্মের ম্যানেজিং পার্টনার মো. ইকবাল হোসেন ভূঁইয়া, এস ডি সার্ভে ফার্মের চিফ সার্ভেয়ার ও পার্টনার মো. ফারুক, রূপসা সার্ভে ফার্মের মালিক নাসিফ আহমেদ, আর আই এন্টারপ্রাইজের মালিক মো. ফখরুল আলম, মেসার্স পারুমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক আহসান হাবিব লেলিন, বিডিএস এডজাস্টার্সের চিফ এক্সিকিউটিভ ইবনে তোফাজ্জল বকরী, বিথী এন্টারপ্রাইজের মালিক কামরান শহীদ ও মেসার্স আলী ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মো. মাহবুবুল আলম। গত ১২ জুন দুদক বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫৯টি মামলার চার্জশিট দিয়েছে। বাচ্চুসহ ৫৯ মামলার মোট আসামি ১৪৭ জন। এর মধ্যে ৫৮টি মামালার চার্জশিটে বাচ্চুকে আসামি করা হয়েছে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: