দেশের চিকিৎসকরা রোগীদের জিম্মি করে দাবি আদায়ের প্রক্রিয়া অমানবিক: ক্যাব ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৩ স্টাফ রিপোর্টার : দেশের চিকিৎসকদের প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধ করে রোগীদের দুর্ভোগে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে রোগীদেরকে জিম্মি করে দাবি আদায়ে প্রক্রিয়া অমানবিক, অনৈতিক এবং সাংবিধানিক অধিকার খর্বের শামিল বলে উল্লেখ করেছে সংস্থাটি। মঙ্গলবার (১৮ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় দুই নারী চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সারা দেশে চিকিৎসকরা সব ধরণের প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধ রেখেছে। দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের কারণে, অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অফ বাংলাদেশ (ওজিএসবি) এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ ধরণের অমানবিক ও অন্যায় সিদ্ধান্ত নিতে পারে না।” ক্যাব বলেছে, “চিকিৎসক হোক, অন্য কোনো পেশার সদস্য হোক, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনগতভাবে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। আদালতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ধর্মঘটের ডাক দেয়া জনগণের চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার খর্ব করার শামিল।” ক্যাব অনতিবিলম্বে প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধ রাখার ঘোষণা বাতিল করে, আদালতের কাছে প্রতিকার চাওয়ার পরামর্শ দিয়েছে এবং ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: