ঢাকার আশুলিয়া গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, নারীসহ ১০ জন দগ্ধ।

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার পার্শবর্তী আশুলিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে নারীসহ ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে আগুন লাগে। রবিবার (১৩ আগস্ট) সকালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রবিবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী। তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়া নগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন; ভাড়াটিয়া নজরুল ইসলাম (৪৫), হাশেম আলী (৪৫), মহসিন (২৭), সাদিকুল ইসলাম (২৮), পল্লব রায় (২৭), রাজিয়া বেগম (৩০), কমলা বেগম (৫০), সাবিনা বেগম (৪০), হাসি বেগম (২৭) ও মুসলিমা বেগম (২৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, “মধ্যরাতে আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় নারীসহ ১০ জন আসেন। এদের মধ্যে কমলা বেগমের শরীরের ২০ শতাংশ, সাবিনা বেগমের ৫০ শতাংশ, সাদিকুল ইসলামের ৫০ শতাংশ, হাসেম আলীর ৪৫ শতাংশ, নজরুল ইসলামের ৪৫ শতাংশ ও মহসিনের ১০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।” তিনি আরো জানান, “বাকি ৪ জন পল্লব রায়, হাসি বেগম, রাজিয়া ও মুসলিমা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, “ভাড়াটিয়া আনিসুর রহমানের ঘরের সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনিসুরের স্ত্রী হাসি বেগম দগ্ধ হয়েছেন। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে কয়েকজন প্রতিবেশী দগ্ধ হয়েছেন।”