অনিয়ম-দুর্নীতিবাজ ব্যাক্তিদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন সফল ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩ তালতলী, উপজেলা প্রতিনিধিঃ নাঈম ইসলাম: বরগুনার তালতলী উপজেলার ৫ নং বড়বগী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম লিটু তার দক্ষতা আর মেধা দিয়ে ইতিমধ্যে সফল ইউপি সদস্য হিসেবে জনগণের কাছে সুপরিচিতি লাভ করেছেন। তাই নির্বাচনে তাকে পুনরায় ২ বারের মত ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করেছেন জনগণ এবং তাকে নিয়ে জল্পনা কল্পনা শুরু করেছেন। তিনি ওই ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গরীব অসহায় মানুষ খুঁজে পেয়েছেন শেষ আশ্রয়স্থল। সফল ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু সামাজিক সংগঠনে সাথে কাজ করে যাচ্ছেন, রাইট টু গ্ৰো প্রকল্পের সিএসও কমিটির সভাপতি তালতলী উপজেলা। ইতোমধ্যে তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় শিশুর স্বাস্থ্য বৃদ্ধি ও কমিউনিটি ক্লিনিকের সেবা তৃনমুল জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য জাগো নারী ও এসিএফ এনজিও এর সাথে কাজ করে যাচ্ছে। সদস্য,১ নং ওয়ার্ড বড়বগী ইউপি, আহ্বায়ক। নিরাপদ সড়ক চাই তালতলী উপজেলা শাখা সভাপতি। কমিউনিটি সোস্যাল অর্গানাইজেশন (সিএসও) তালতলী উপজেলা শাখা,সহ সভাপতি।দঃ ছাতন পাড়া জামে মসজিদ, তালতলী, প্রচার সম্পাদ। তালতলী উপজেলা নাগরিক সমাজ উন্নয়ন কমিটি, সদস্য। তালতলী সাধারণ ব্যাবসায়ী সমিতি,সদস্য। আইন শৃঙ্খলা কমিটি, তালতলী উপজেলা,সভাপতি। কমিউনিটি পুলিশ নং ওয়ার্ড বড়বগী ইউনিয়ন, তালতলি, সভাপতি। দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির ১ নং ওয়ার্ড বড়বগী ইউপি, সাধারণ সম্পাদক। কমিউনিটি সোস্যাল অর্গানাইজেশন (সিএসও)৫ নং বড়বগী ইউনিয়ন শাখা,স্বেচ্ছাসেবক। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিবড়বগী ইউনিয়ন, তালতলী,সদস্য । ঠিকাদার এসোসিয়েশন, তালতলী উপজেলা,সদস্য। তালতলী বন্দর মদিনা জামে মসজিদ তালতলী উপজেলা সদর, সদস্য। ছাতন পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তালতলী, সভাপতি। সিআইপি আরবি ১ নং ওয়ার্ড বড়বগী ইউনিয়ন,সদস্য সচিব। তালতলী উপজেলা স্বাস্থ্য সুরক্ষা কমিটি,আহ্বায়ক।তালতলী উপজেলা ৮৮ রিইউনিয়ন,সহ সভাপতি। বরগুনা জেলা ৮৮ রিইউনিয়ন,সদস্য। বাংলাদেশ ৮৮. বরগুনা জেলা,সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন তালতলী উপজেলা শাখা। এক প্রবীণ শিক্ষক বলেন, নজরুল ইসলাম লিটু খান নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। এমনকি এলাকার উন্নয়নের স্বার্থে তার বিকল্প নেই। ১নং ওয়ার্ডের জনগণ বলেন, নজরুল ইসলাম লিটুর কাছ থেকে কেউ খালি হাতে ফিরেননি। তিনি সরকারের পাশাপাশি সাহায্যের হাত প্রসারিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিকে নজরুল ইসলাম লিটু বলেন, আমি অনিয়ম দুর্নীতি ব্যক্তিদের বিরুদ্ধে কাজ করে আসছি। আর সব সময় সত্য কাজে সাথে থাকবো আগামী নির্বাচনেও বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। SHARES জেলা/উপজেলা বিষয়: