অস্ত্র ও গুলিসহ দুধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩

মোঃআবু কাওছার মিঠু

স্টাফ রিপোর্টারঃ

অস্ত্র ও গুলিসহ দুধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করেছে মিরপুর কাফরুল থানা পুলিশ। কাফরুল থানার এমসিসি নং-৪১৪৯/২০২৩ এবং জিডি নং-৬২৮/২০২৩, তাং-০৯/০৯/২০২৩ইং মূলে এসআই/তারেক আহমেদ, সঙ্গীয় এসআই / সোহেবুর রহমান, এএসআই/সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই/ মোঃ মারুফ হোসেনসহ থানা কাফরুল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৯/০৯/২০২৩ তারিখ ০২:২৫ ঘটিকার সময় কাফরুল থানাধীন মিরপুর-১৩, সেনপাড়া পর্বতাস্থ বিআরটিএ অফিস সংলগ্ন জামে মসজিদের পশ্চিম ও উত্তর কোনায় মেইন রোডের পাকা রাস্তার উপর হইতে
আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আসামীর নাম ১। মোঃ মজিবর আকন্দ(৪৯), পিতা-মুনসুর আলী আকন্দ, সাং-গাবাড়ীয়া, থানা-তালতলী, জেলা-বরগুনা, কে হাতে নাতে আটক করে এবং ধৃত আসামীর হেফাজত হইতে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান, যাহা লম্বা অনুমান (সাড়ে বার ইঞ্চি) যাহাতে ট্রিগার ও ফায়ার পিন সংযুক্ত আছে, যাহার বাটের অংশের দুই পাশে কাঠের তৈরী বাট সংযুক্ত আছে।

যাহা লোহার নাট দ্বারা আটকানো,(দুই) টি রাবার বুলেট, যাহার ০১টির পিছনের পিতলের অংশে ইংরেজীতে 12.GA, MADE IN U.S.A লেখা আছে, অপরটির পিছনের পিতলের অংশে ইংরেজীতে 12 ও স্টার ছাপানোসহ উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করেন। ধৃত আসামী একজন দুধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী।

তাহার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-২৪ তাং-২৭/০৯/২০১৬, ধারাঃ ৩৯৫/৩৯৭ পিসি, বরগুনা এর তালতলী থানার মামলা নং-১১, তাং-১৬/১১/১০, ধারাঃ ১৯(এ) ১৮৭৮ সালের অস্ত্র আইন, নড়িয়া থানার মামলা নং-২১, তাং-২২/১২/১১, ধারাঃ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২, সংশোধনী ২০০৯ এর ৪. নড়িয়া থানার মামলা নং-২৩, তাং-২২/১১/১১, ধারাঃ ৪/৫, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, নড়িয়া থানার মামলা নং-২৪, ২২/১১/১১, ধারাঃ ৩৯৫/৩৯৭ পিসি, বরগুনা তালতলী থানার মামলা নং-০২, তাং-০১/১১/১১, ধারাঃ ৫/৪ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২, সংশোধনী-২০০৯, এবং বরগুনা তালতলী থানার মামলা নং- ১১, তাং-২১/১০/১১, ধারাঃ ৫/৪ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২, সংশোধনী-২০০৯: রুজু আছে।