মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩ নিজস্ব প্রতিনিধি রাজধানীর রমনা থানাধীন মালিবাগ ওয়ারলেস রেল গেটে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। মৃত লতিফ নোয়াখালী সদরের বাঞ্ছারামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি ১৭২/সি রমনা এলাকার ডাক্তার গলিতে থাকতেন।বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি বলেন, আব্দুল লতিফ একজন ডায়াবেটিসের রোগী। প্রতিদিনের মতো আজও তিনি সকালের দিকে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় মালিবাগ ওয়্যারলেস গেটে অসতর্কভাবে পার হওয়ার সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠাই।তিনি আরো জানান, পরিবারের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। SHARES দুর্ঘটনা বিষয়: #দুর্ঘটনা
রাজধানীর রমনা থানাধীন মালিবাগ ওয়ারলেস রেল গেটে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
মৃত লতিফ নোয়াখালী সদরের বাঞ্ছারামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি ১৭২/সি রমনা এলাকার ডাক্তার গলিতে থাকতেন।বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি বলেন, আব্দুল লতিফ একজন ডায়াবেটিসের রোগী।
প্রতিদিনের মতো আজও তিনি সকালের দিকে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় মালিবাগ ওয়্যারলেস গেটে অসতর্কভাবে পার হওয়ার সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠাই।তিনি আরো জানান, পরিবারের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।