ডেমরায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ডেমরা মেন্দিপুর এলাকার একটি মসজিদের পাশে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার বাসিন্দা শাহ আলম ভূঁইয়া (৬০)। তিনি ইস্টার্ন হাউজিংয়ে চাকরি করতেন বলে জানা গেছে।
কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার উত্তরে নরিন ভুঁইয়া  বাড়ীর বাসিন্দা ছিলেন তিনি। অপর জন হলেন সিএনজিচালক সাধবিন ইসলাম শাওন (২৮)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা, বর্তমানে সবুজবাগ মাদারটেক এলাকায় থাকতেন।ডেমরা থানার উপ-পরিদর্শক (এআই) মাইনুল হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে নন্দীপাড়া এলাকা থেকে সিএনজিযোগে ডেমরা বাসায় ফিরছিলেন শাহ আলম। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ডেমরা’র মেন্দিপুর এলাকায় দ্রুত গতিতে আসা রাজধানী পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এলাকার একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক শাওনও মারা যান।