পূজায় একেক দিন একেক পোশাকে সাজতে চায় সবাই। এই সাজে সবচেয়ে এগিয়ে থাকে ফ্যাশনেবল শাড়ি ও ব্লাউজ।

পূজার শাড়ি, পূজার ব্লাউজ,এ এক অনাবিল আনন্দের বহিঃ প্রকাশ।

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
মডেল: অভিনেত্রী ও নির্মাতা নানজিবা
নিজস্ব প্রতিনিধি:চলছে শারদীয় দুর্গাপূজা। চারদিকে উৎসবের আমেজ। পূজার কেনাকাটা শেষ অনেক আগেই। এখন খাওয়া দাওয়া আর মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর পালা।
ঘোরাঘুরির সাজ পরিকল্পনায়ও সারা হয়ে গেছে। এখন শুধু পছন্দের শাড়ি আর ব্লাউজ পরে বেরুনো বাকি! ফ্যাশন হাউসগুলোও পূজার নানা মোটিভকে প্রাধান্য দিয়ে নকশা করেছে শাড়ির। সঙ্গে আবহাওয়াকে প্রাধান্য দিয়ে শাড়ি ও ব্লাউজের ম্যাটেরিয়াল বেছে নিয়েছে। যাতে উৎসবের ঘোরাঘুরিতে আনন্দের সঙ্গে আরামটাও পাওয়া যায়।
পূজার শাড়ি পূজার ব্লাউজশাড়িলাল-সাদা। পোশাকে এই দুই রঙের ব্যবহার পূজা পূজা আমেজ এনে দেয় তরুণীদের মনে। অন্য পোশাক কেনার পরও একখানা লাল পাড় সাদা শাড়ি ছাড়া নাকি পূজার ভাব আসে না। শাড়িতে ঐতিহ্যবাহী এই ধারার চল এবারও সবচেয়ে বেশি।

মসলিন, জামদানি, সুতি, কাতান, তসর, সিল্ক ও ভারী কাজের শাড়িগুলো পূজায় বেশি চলে। 

বিশেষ করে অষ্টমী ও দশমীর দিনে লাল-সাদা শাড়ি পরা হয়। ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস বললেন, ‌‌‌’পূজায় লাল-সাদা শাড়ির প্রতি নারীদের আলাদা আকর্ষণ থাকে। এর বাইরেও তরুণীরা এখন নীল, সবুজ, বাসন্তী, হলুদ শাড়ি পরছেন। উৎসবে একটু ভারী নকশা ও উজ্জ্বল রঙের শাড়ির প্রতি চাহিদা থাকে।
বিষয়টিকে প্রাধান্য দিয়েই শাড়ির নকশা করেন ফ্যাশন ডিজাইনাররা।’কে ক্র্যাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান জানালেন, ‘বরাবরের মতো এবারের পূজাতেও বেশির ভাগ নারী লাল পাড়ের শাড়ি বেছে নিয়েছেন। উৎসবে ভিন্নমাত্রা এনে দেয় এমন শাড়ি।’

পূজার শাড়ি পূজার ব্লাউজএ ছাড়া ভারী ও হালকা নকশা করা অন্য রঙের শাড়িতে সাজতে দেখা যাবে নারীদের। পূজার শাড়ির নকশায় পদ্ম, জবা, শিউলি, সূর্যমুখী, নয়নতারা, পারুল, বকুল, শঙ্খ, শাখা, পাখি ও লতাপাতার মোটিফ এগিয়ে রয়েছে এবার। এ ছাড়া দেব- দেবীর মোটিফ, আলপনার নকশা করা শাড়িও দেখা যাবে পূজায়। শাড়িগুলোর পাড় ও আঁচলকে নকশার জন্য ক্যানভাস বানিয়েছেন ডিজাইনাররা।পূজার শাড়ি পূজার ব্লাউজ

ব্লাউজ

সুন্দর শাড়ির সঙ্গে মনমতো একটা ব্লাউজ না হলে কী আর উৎসব জমে। তাই এবার ব্লাউজের কাটেও এসেছে নানা বৈচিত্র্য। কয়েক বছর ধরেই বৈচিত্র্যময় কাটের ব্লাউজগুলোর চল বেশি। পিঠখোলা ব্লাউজের কাটও এগিয়ে এবার। ব্লাউজের হাতা, গলা ও পিঠের কাটিংয়েই বেশি মনোযোগ দিয়েছেন ডিজাইনাররা। লম্বা হাতার ব্লাউজে কুঁচির কাজ যেকোনো মনোযোগ কাড়বে। স্লিভলেস ব্লাউজের হাতা ও গলায় ভি-শেপ ও রাউন্ড কাটিং থাকছে এবারও। ব্লাউজের পিঠের ফিতার বাঁধনও উৎসবে নজর কাড়বে। হাতায় চুমকি ও জরির কাজ করেও ভিন্নতা আনা হয়েছে। তবে ভাপসা গরমে হাতাকাটা বাহারি ব্লাউজগুলো বেশি আরাম এনে দেবে। আরামদায়ক ম্যাটেরিয়ালে ব্লাউজ তৈরি করা হয়েছে। তবে যারা আরো আরাম চান তারা ব্লাউজের নিচে ফলস পরলে সুবিধা পাবেন। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে যেমন ব্লাউজ পাওয়া যাবে তেমনি বিপরীত রঙের ব্লাউজেও সাজে ভিন্নতা আনতে পারবেন ফ্যাশন সচেতন নারীরা। আবার মাল্টিরঙা ও থিমেটিক ব্লাউজও বেছে নিতে পারেন দশমীতে।

পূজার শাড়ি পূজার ব্লাউজ

গয়না

উৎসবে পোশাকের সঙ্গে চাই মানানসই গয়না। লাল পাড় সাদা শাড়ির সঙ্গে শাঁখা ও পলার কোনো তুলনাই হয় না। যাদের সোনার গয়না পরতে পছন্দ তাও মিলবে ভালো। অনেকে এখন শাঁখার সঙ্গে সোনার মিশেলে গয়না বানিয়ে নিচ্ছেন। পূজায় এমন গয়না উৎসবের আমেজ এনে দেয়। সোনা বাঁধানো পলার নেকলেস, কানের দুল, পলার আংটিও পরতে পারেন। এ ছাড়া শাড়ির সঙ্গে পূজার মোটিফের গয়নাও পরতে পারেন। নটরাজের মূর্তি, মা দুর্গার মুখ, দেবীর আগমন এবং গমনের বাহন, সরস্বতী, গণেশ, প্যাঁচা ইত্যাদি মোটিফের গয়নাও শাড়ির সঙ্গে ফ্যাশনেবল লুক এনে দেবে।

পূজার শাড়ি পূজার ব্লাউজ