ট্রেলারেই ভয় ধরিয়ে দিল চিরঞ্জিতের ‘পর্ণশবরীর শাপ’ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৩ ‘পর্ণশবরীর শাপ’ নিজস্ব প্রতিবেদক পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব দুনিয়ায় পা রাখলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। ভূত চতুর্দশীর আগেই প্রকাশ্যে এলো ‘পর্ণশবরীর শাপ’ সিরিজের ট্রেলার। শান্ত অথচ তীক্ষ্ণ চোখ, কপালে লাল তিলক, এভাবেই ‘ভাদুড়ি মশাই’ হয়ে উঠলেন চিরঞ্জিৎ। সৌভিক চক্রবর্তীর লেখনীর জোরে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিত নীরেন্দ্রনাথ ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই। সেই চরিত্রকেই ক্যামেরার সামনে জীবন্ত করে তুলেছেন পরিচালক পরমব্রত। চমকপুরের ‘পর্ণশবরীর শাপ’-এর প্রভাব পড়েছে। তাতেই ডাক পড়েছে ভাদুড়ি মশাইয়ের। ট্রেলারে দেখা গেছে পাহাড়ের কুয়াশায় হাড় হিম করা কিছু দৃশ্য। তাতেই বারবার চমকে দিয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সিরিজে মিতুলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার ওপরে অশরীরী আধিপত্য রয়েছে। মিতুলকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছে গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়ের চরিত্র। হইচই প্ল্যাটফর্মের এক্স (টুইটার) প্রফাইল থেকে ট্রেলারটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সন্ধ্যার পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে, ফিরে তাকাবেন না।’ আগামী ১০ নভেম্বর থেকে দেখা যাবে ‘পর্ণশবরীর শাপ’। সিরিজের চিত্রনাট্য আর সংলাপ লিখেছেন শ্রীজীব। চিত্রগ্রহণে প্রসেনজিৎ চৌধুরী। আর সম্পাদনার দায়িত্ব সামলেছেন সুমিত চৌধুরী। পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। SHARES গণমাধ্যম বিষয়: চিরঞ্জিৎ চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদক পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব দুনিয়ায় পা রাখলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। ভূত চতুর্দশীর আগেই প্রকাশ্যে এলো ‘পর্ণশবরীর শাপ’ সিরিজের ট্রেলার। শান্ত অথচ তীক্ষ্ণ চোখ, কপালে লাল তিলক, এভাবেই ‘ভাদুড়ি মশাই’ হয়ে উঠলেন চিরঞ্জিৎ। সৌভিক চক্রবর্তীর লেখনীর জোরে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিত নীরেন্দ্রনাথ ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই।
সেই চরিত্রকেই ক্যামেরার সামনে জীবন্ত করে তুলেছেন পরিচালক পরমব্রত। চমকপুরের ‘পর্ণশবরীর শাপ’-এর প্রভাব পড়েছে। তাতেই ডাক পড়েছে ভাদুড়ি মশাইয়ের। ট্রেলারে দেখা গেছে পাহাড়ের কুয়াশায় হাড় হিম করা কিছু দৃশ্য।
তাতেই বারবার চমকে দিয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সিরিজে মিতুলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার ওপরে অশরীরী আধিপত্য রয়েছে। মিতুলকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছে গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়ের চরিত্র।
হইচই প্ল্যাটফর্মের এক্স (টুইটার) প্রফাইল থেকে ট্রেলারটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সন্ধ্যার পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে, ফিরে তাকাবেন না।’ আগামী ১০ নভেম্বর থেকে দেখা যাবে ‘পর্ণশবরীর শাপ’। সিরিজের চিত্রনাট্য আর সংলাপ লিখেছেন শ্রীজীব। চিত্রগ্রহণে প্রসেনজিৎ চৌধুরী।