মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর অবিরাম চেষ্টা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩ প্রতীকী ছবি নিজস্ব প্রতিনিধি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন যে আমার ও লোকদের উদাহরণ এমন লোকের মতো, যে আগুন জ্বালাল আর যখন তার চারদিক আলোকিত হয়ে গেল, তখন পতঙ্গ ও সেসব প্রাণী যেগুলো আগুনে পোড়ে, তারা তাতে পুড়তে লাগল। তখন সে সেগুলোকে আগুন থেকে ফেরানোর চষ্টো করল। কিন্তু সেগুলো আগুনে তাকে পরাজয় করল এবং আগুনে পতিত হলো। (তদ্রূপ) আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি। কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছ। (সহিহ বুখারি, হাদিস : ৬৪৮৩) আলোচ্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) মানুষের সুপথ লাভের ব্যাপারে তাঁর প্রবল আগ্রহ, মমতা ও দয়ার এবং বিপরীতে মানুষের অবাধ্যতা, প্রবৃত্তিপূজা ও পলায়নপরতার দৃষ্টান্ত দিয়েছেন। তা হলো মানুষের বিভ্রান্তি ও জাহান্নামের পথে চলা তাঁকে কষ্ট দিত এবং তিনি আজীবন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার চেষ্টা করেছেন। সর্বাত্মক চেষ্টা করার পরও বহু মানুষ তার অবাধ্য হয়েছে এবং জাহান্নামের পথেই জীবন কাটিয়েছে। তাদের বিমুখতা দায়িত্ব পালনের ব্যাপারে ক্লান্ত করেনি। নবী-রাসুলের উত্তরসূরি আলেম এবং দ্বিন প্রচারে নিবেদিত ব্যক্তিদের মনেও উম্মতের প্রতি এমন মমতা থাকা আবশ্যক। তাঁরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর অবিরাম চেষ্টা করে যাবেন। SHARES ইসলাম বিষয়: ইসলামজাহান্নাম
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন যে আমার ও লোকদের উদাহরণ এমন লোকের মতো, যে আগুন জ্বালাল আর যখন তার চারদিক আলোকিত হয়ে গেল, তখন পতঙ্গ ও সেসব প্রাণী যেগুলো আগুনে পোড়ে, তারা তাতে পুড়তে লাগল। তখন সে সেগুলোকে আগুন থেকে ফেরানোর চষ্টো করল। কিন্তু সেগুলো আগুনে তাকে পরাজয় করল এবং আগুনে পতিত হলো। (তদ্রূপ) আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি।
কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছ। (সহিহ বুখারি, হাদিস : ৬৪৮৩) আলোচ্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) মানুষের সুপথ লাভের ব্যাপারে তাঁর প্রবল আগ্রহ, মমতা ও দয়ার এবং বিপরীতে মানুষের অবাধ্যতা, প্রবৃত্তিপূজা ও পলায়নপরতার দৃষ্টান্ত দিয়েছেন। তা হলো মানুষের বিভ্রান্তি ও জাহান্নামের পথে চলা তাঁকে কষ্ট দিত এবং তিনি আজীবন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার চেষ্টা করেছেন। সর্বাত্মক চেষ্টা করার পরও বহু মানুষ তার অবাধ্য হয়েছে এবং জাহান্নামের পথেই জীবন কাটিয়েছে।
তাদের বিমুখতা দায়িত্ব পালনের ব্যাপারে ক্লান্ত করেনি। নবী-রাসুলের উত্তরসূরি আলেম এবং দ্বিন প্রচারে নিবেদিত ব্যক্তিদের মনেও উম্মতের প্রতি এমন মমতা থাকা আবশ্যক। তাঁরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর অবিরাম চেষ্টা করে যাবেন।