নির্বাচনী ব্যস্ততার মাঝে দুবাই গেলেন সাকিব ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩ বিশ্বকাপ শেষে খেলার বাইরে আছেন সাকিব। ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিনিধি একদিকে আঙুলের চোট, আরেক দিকে নির্বাচনের ব্যস্ততা―বিশ্বকাপের পর স্বাভাবিকভাবে খেলার বাইরে আছেন সাকিব আল হাসান। এর মাঝেই আজ দুবাই গেছেন তিনি। সাকিবের দুবাই যাওয়া খেলার উদ্দেশ্য নয়। আবুধাবি টি-টেন লিগে তিনি বাংলা টাইগার্সে নাম লিখিয়েছেন আগেই। গত বছর দলটির অধিনায়কও ছিলেন। তবে আজ সাকিব দুবাই গেছেন দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিতে। জানা গেছে, দুবাইয়ে দুই দিন অবস্থান করবেন সাকিব। যেখানে বাংলা টাইগার্সের বাণিজ্যিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি দলের ক্রিকেটারদের সঙ্গেও সময় কাটাবেন। গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লিগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১ হার। ৮ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান সাকিব। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে নেই এই বাঁহাতি অলরাউন্ডার। এমনকি ফিরতি সফরে নিউজিল্যান্ডেও যাচ্ছেন না তিনি। এ সময় সাকিবের নির্বাচনী ব্যস্ততাও আছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন নিয়েছেন। তাঁর নির্বাচনী আসন মাগুরা-২। SHARES খেলাধুলা বিষয়: দুবাইসাকিব
একদিকে আঙুলের চোট, আরেক দিকে নির্বাচনের ব্যস্ততা―বিশ্বকাপের পর স্বাভাবিকভাবে খেলার বাইরে আছেন সাকিব আল হাসান। এর মাঝেই আজ দুবাই গেছেন তিনি। সাকিবের দুবাই যাওয়া খেলার উদ্দেশ্য নয়। আবুধাবি টি-টেন লিগে তিনি বাংলা টাইগার্সে নাম লিখিয়েছেন আগেই।
গত বছর দলটির অধিনায়কও ছিলেন। তবে আজ সাকিব দুবাই গেছেন দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিতে। জানা গেছে, দুবাইয়ে দুই দিন অবস্থান করবেন সাকিব। যেখানে বাংলা টাইগার্সের বাণিজ্যিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি দলের ক্রিকেটারদের সঙ্গেও সময় কাটাবেন।
গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লিগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১ হার। ৮ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান সাকিব।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে নেই এই বাঁহাতি অলরাউন্ডার। এমনকি ফিরতি সফরে নিউজিল্যান্ডেও যাচ্ছেন না তিনি। এ সময় সাকিবের নির্বাচনী ব্যস্ততাও আছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন নিয়েছেন। তাঁর নির্বাচনী আসন মাগুরা-২।