তুষারপাতের কারণে বাতিল বায়ার্ন মিউনিখের ম্যাচ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩ সংগৃহীত ছবি নিজস্ব প্রতিনিধি প্রবল তুষারপাতের কারণে বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু তুষারপাতের পরিমাণ এতোই বেশি যে, খেলা মাঠে গড়ানো সম্ভব নয়। তুষারপাতের কারণে মিউনিখে বন্ধ আছে বিমান ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সময় বিকেলের দিকে তুষারপাতে পরিমাণ কমে এলেও সমর্থকরা মাঠে আসতে পারবে না বিধায় ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন সূচিতে মাঠে গড়াবে এই ম্যাচ। বায়ার্ন মিউনিখের সিইও ক্রিস্টিয়ান ড্রেসেন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,’আমরা খুব দুঃখিত যে ম্যাচটি স্থগিত করতে হয়েছে। কিন্তু দুই সমর্থকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি সম্ভাব্য নতুন সূচি জানিয়ে দেব। ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে বায়ার্ন মিউনিখ। ১২ পয়েন্ট নিয়ে একদম তলানিতে বার্লিন। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার লেভারকুসেন। SHARES খেলাধুলা বিষয়: তুষারপাতবাতিলবায়ার্ন মিউনিখ
প্রবল তুষারপাতের কারণে বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু তুষারপাতের পরিমাণ এতোই বেশি যে, খেলা মাঠে গড়ানো সম্ভব নয়। তুষারপাতের কারণে মিউনিখে বন্ধ আছে বিমান ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সময় বিকেলের দিকে তুষারপাতে পরিমাণ কমে এলেও সমর্থকরা মাঠে আসতে পারবে না বিধায় ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন সূচিতে মাঠে গড়াবে এই ম্যাচ। বায়ার্ন মিউনিখের সিইও ক্রিস্টিয়ান ড্রেসেন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,’আমরা খুব দুঃখিত যে ম্যাচটি স্থগিত করতে হয়েছে। কিন্তু দুই সমর্থকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি সম্ভাব্য নতুন সূচি জানিয়ে দেব।
১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে বায়ার্ন মিউনিখ। ১২ পয়েন্ট নিয়ে একদম তলানিতে বার্লিন। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার লেভারকুসেন।