আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শিল্পীদের মানববন্ধন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শিল্পীদের মানববন্ধ বিনোদন প্রতিবেদক আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একত্রিত হয়ে মানববন্ধন করেছেন বিনোদন জগতের তারকারা। ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শিল্পীসমাজ’-এমন শিরোনামে চলচ্চিত্র সম্মিলিত পরিষদ একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। সেখানে অগ্নিসংযোগ ও নাশকতা বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। এতে উপস্থিত ছিলেন তারিন জাহান, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, নিপুণ আক্তার, অভিনেত্রী নূতন, অঞ্জনাসহ আরও অনেক শিল্পীরা। মানববন্ধনে শিল্পী ও কলাকুশলীরা বলেন, আমরা মানবন্ধন করছি আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, হরতালের বিরুদ্ধে, অবরোধের বিরুদ্ধে। মানবাধিকার দিবসে আমরা আমাদের দেশে শান্তি চাই। শান্তিপূর্ণ নির্বাচন চাই। অবরোধের কারণে যানবাহন চলাচল করতে পারছে না এতে করে আমাদের বাচ্চাদের ক্ষতি করছে, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দৃশ্যমান হচ্ছে, মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে। SHARES গণমাধ্যম বিষয়: মানববন্ধন
আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একত্রিত হয়ে মানববন্ধন করেছেন বিনোদন জগতের তারকারা। ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শিল্পীসমাজ’-এমন শিরোনামে চলচ্চিত্র সম্মিলিত পরিষদ একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। সেখানে অগ্নিসংযোগ ও নাশকতা বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। এতে উপস্থিত ছিলেন তারিন জাহান, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, নিপুণ আক্তার, অভিনেত্রী নূতন, অঞ্জনাসহ আরও অনেক শিল্পীরা। মানববন্ধনে শিল্পী ও কলাকুশলীরা বলেন, আমরা মানবন্ধন করছি আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, হরতালের বিরুদ্ধে, অবরোধের বিরুদ্ধে। মানবাধিকার দিবসে আমরা আমাদের দেশে শান্তি চাই।
শান্তিপূর্ণ নির্বাচন চাই। অবরোধের কারণে যানবাহন চলাচল করতে পারছে না এতে করে আমাদের বাচ্চাদের ক্ষতি করছে, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দৃশ্যমান হচ্ছে, মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে।