ভিনদেশি লিগে আর খেলবেন না সাকিব ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩ সাকিব আল হাসান। ছবি : মীর ফরিদ নিজস্ব প্রতিনিধি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, নাকি জাতীয় দলের জার্সিতে―এ নিয়ে টানাপড়েন অনেক দিনের। বৈশ্বিক এ সমস্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়েছে সাকিব আল হাসানকে ঘিরে। অবশেষে দেশের শীর্ষ এই ক্রিকেট তারকা জানিয়েছেন, ভিনদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর খেলবেন না। যত বেশি সম্ভব, জাতীয় দলের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র পূরণের পর পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। সেখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নামও দিইনি। স্বাভাবিকভাবে এটা একটা উইন্ডো খোলা হবে আমার জন্য। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরোটা সময় যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে (বিদেশি) ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, এখন হয়তো সেগুলো স্যাক্রিফাইস করব।’ SHARES খেলাধুলা বিষয়: ভিনদেশি লিগসাকিব
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, নাকি জাতীয় দলের জার্সিতে―এ নিয়ে টানাপড়েন অনেক দিনের। বৈশ্বিক এ সমস্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়েছে সাকিব আল হাসানকে ঘিরে। অবশেষে দেশের শীর্ষ এই ক্রিকেট তারকা জানিয়েছেন, ভিনদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর খেলবেন না। যত বেশি সম্ভব, জাতীয় দলের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র পূরণের পর পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। সেখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নামও দিইনি। স্বাভাবিকভাবে এটা একটা উইন্ডো খোলা হবে আমার জন্য। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে।
পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরোটা সময় যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে (বিদেশি) ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, এখন হয়তো সেগুলো স্যাক্রিফাইস করব।’