মামুনের সেঞ্চুরি ম্লান হলো সুমন-মঈনের প্রতিরোধে ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩ ৮৭ রানে অপরাজিত থেকে দিন শুরু করা আব্দুল্লাহ মামুন থামেন ১১৭ রানে। সংগৃহীত ছবি নিজস্ব প্রতিনিধি একাদশ জাতীয় ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে আজ জয় পেয়েছে পূর্বাঞ্চল। চট্টগ্রামে মধ্যাঞ্চলকে ৭ উইকেটে হারিয়েছে তারা। আরেক ম্যাচে সিলেটে পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচটি। আজ জয়ের জন্য ৭ উইকেটে ৪১ রান প্রয়োজন ছিল পূর্বাঞ্চলের। অমিত হাসান ৪০ ও শামীম পাটোয়ারি ৩৬ রানে ব্যাটিংয়ে নেমে আর কোনো উইকেট হারাতে দেননি। প্রথম ইনিংসে শতক করা অমিত ৬৩ এবং শামীম ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পূর্বাঞ্চল। জয় পেতে পারত উত্তরাঞ্চল। তবে সে পথে বাধা হয়ে দাঁড়ান দক্ষিণাঞ্চলের নিচের দিকের দুই ব্যাটার সুমন খান ও মঈন খান। নবম উইকেট জুটিতে প্রায় ২৫ ওভার ব্যাটিং করে রোমাঞ্চকর এক ড্রয়ে ম্যাচ শেষ করেন তাঁরা। ৮৭ রানে অপরাজিত থেকে দিন শুরু করা আব্দুল্লাহ মামুন থামেন ১১৭ রানে। ৭ উইকেটে ৩৪৫ করে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের লক্ষ্য ৩২২ রানের। জবাবে নাহিদুল ইসলামের ৫ শিকারে ১৩৪ রান তুলতে ৮ উইকেট হারায় দক্ষিণাঞ্চল। কিন্তু সুমন ও মঈনের প্রতিরোধ আর ভাঙতে পারেননি উত্তরের বোলাররা। ৭৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মঈন, সুমন ১০ রান করতে খেলেন ৭৯ বল। SHARES খেলাধুলা বিষয়: প্রতিরোধমামুনসুমন-মঈনসেঞ্চুরি
একাদশ জাতীয় ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে আজ জয় পেয়েছে পূর্বাঞ্চল। চট্টগ্রামে মধ্যাঞ্চলকে ৭ উইকেটে হারিয়েছে তারা। আরেক ম্যাচে সিলেটে পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচটি। আজ জয়ের জন্য ৭ উইকেটে ৪১ রান প্রয়োজন ছিল পূর্বাঞ্চলের।
অমিত হাসান ৪০ ও শামীম পাটোয়ারি ৩৬ রানে ব্যাটিংয়ে নেমে আর কোনো উইকেট হারাতে দেননি। প্রথম ইনিংসে শতক করা অমিত ৬৩ এবং শামীম ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পূর্বাঞ্চল। জয় পেতে পারত উত্তরাঞ্চল।
তবে সে পথে বাধা হয়ে দাঁড়ান দক্ষিণাঞ্চলের নিচের দিকের দুই ব্যাটার সুমন খান ও মঈন খান। নবম উইকেট জুটিতে প্রায় ২৫ ওভার ব্যাটিং করে রোমাঞ্চকর এক ড্রয়ে ম্যাচ শেষ করেন তাঁরা। ৮৭ রানে অপরাজিত থেকে দিন শুরু করা আব্দুল্লাহ মামুন থামেন ১১৭ রানে। ৭ উইকেটে ৩৪৫ করে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল।
দক্ষিণাঞ্চলের লক্ষ্য ৩২২ রানের। জবাবে নাহিদুল ইসলামের ৫ শিকারে ১৩৪ রান তুলতে ৮ উইকেট হারায় দক্ষিণাঞ্চল। কিন্তু সুমন ও মঈনের প্রতিরোধ আর ভাঙতে পারেননি উত্তরের বোলাররা। ৭৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মঈন, সুমন ১০ রান করতে খেলেন ৭৯ বল।