বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নামফলক স্থাপন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩ ছবিঃ মীর ফরিদ নিজস্ব প্রতিনিধি বিজয় দিবস বিশেষ ভাবে আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়েছিল দারুণ এক উদ্যোগ। এমন দিনে বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যের নামফলক স্থাপন করা হয়েছে। দলটির ৩৪ ফুটবলারসহ ৩৬ জনের নাম আছে এই ফলকে। এবার বাংলার পাশাপাশি ইংরেজি নামফলকও যোগ করা হয়েছে। আগে থেকেই বাফুফে ভবনে এ নামফলক ছিল। তবে পুরনো হয়ে যাওয়ায় নতুন করে পুনর্স্থাপন করা হলো। আজ বাফুফে ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা দলের সাত ফুটবলার। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ শেখ আশরাফ আলী, আব্দুস সাত্তার, সুভাষ চন্দ্র সাহা, আমিনুল ইসলাম সুরুজ, মোজাম্মেল হক ও ম্যানেজার তানভীর মাজহার তান্না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহে গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ভারতের বিভিন্ন প্রান্তে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলেছিল এই দল। সেখান থেকে আয়কৃত টাকা জমা দিয়েছিল মুক্তিযুদ্ধের তহবিলে। তাদেরকেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে বিজয় দিবসের দিনে। SHARES খেলাধুলা বিষয়: ফুটবলবাফুফেবিজয় দিবস
বিজয় দিবস বিশেষ ভাবে আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়েছিল দারুণ এক উদ্যোগ। এমন দিনে বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যের নামফলক স্থাপন করা হয়েছে। দলটির ৩৪ ফুটবলারসহ ৩৬ জনের নাম আছে এই ফলকে। এবার বাংলার পাশাপাশি ইংরেজি নামফলকও যোগ করা হয়েছে।
আগে থেকেই বাফুফে ভবনে এ নামফলক ছিল। তবে পুরনো হয়ে যাওয়ায় নতুন করে পুনর্স্থাপন করা হলো। আজ বাফুফে ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা দলের সাত ফুটবলার। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ শেখ আশরাফ আলী, আব্দুস সাত্তার, সুভাষ চন্দ্র সাহা, আমিনুল ইসলাম সুরুজ, মোজাম্মেল হক ও ম্যানেজার তানভীর মাজহার তান্না।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহে গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ভারতের বিভিন্ন প্রান্তে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলেছিল এই দল। সেখান থেকে আয়কৃত টাকা জমা দিয়েছিল মুক্তিযুদ্ধের তহবিলে। তাদেরকেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে বিজয় দিবসের দিনে।