টেস্ট কম থাকাতেই আইপিএলে আগ্রহ স্টার্কের

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩
মিচেল স্টার্ক। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি

নিলাম থেকে রেকর্ড দামে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও এর আগে গত কয়েক মৌসুম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন এই অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার। তবে এবার আইপিএলে খেলবেন বলে জানিয়েছেন স্টার্ক। সূচিতে টেস্ট কম থাকাতেই তাঁর এই সিদ্ধান্ত।

আজ মেলবোর্নে স্টার্ক সংবাদ মাধ্যমকে বলেছেন,  ‘লাল বলের ক্রিকেটই এখনো পর্যন্ত আমার কাছে সর্বোচ্চ চূড়া। কখন টেস্ট ক্রিকেট ছাড়ব, সেটা আমার শরীরই আমাকে বলে দেবে। অস্ট্রেলিয়ায় এবার শীত মৌসুমে বেশি টেস্ট নেই। মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর গ্রীষ্মের আগে আর কোনো টেস্ট নেই।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আইপিএলে যে মানের ক্রিকেট হয়, বিশ্বকাপের পথে এগুতে কাজে লাগবে। আন্তর্জাতিক ক্রিকেটে আগামী বছর ব্যস্ততা কম। কাজেই আইপিএল খেলার সুযোগ আছে।
নিজেকে সতেজ রাখতেই আইপিএল থেকে দূরে থেকেছেন বলে জানিয়েছেন স্টার্ক, ‘আমার কাছে যখনই জানতে চাওয়া হয়েছে, টেস্ট ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছি। ক্রিকেট বাদে সময়টুকু অ্যালিসার সঙ্গে কাটিয়েছি, পরিবারকে দিয়েছি। ক্রিকেটের জন্য নিজেকে সতেজ করেছি। কাজেই ওই সময় আইপিএল না খেলা নিয়ে আক্ষেপ নেই।’