ফিট থাকাই মূল লক্ষ্য শরিফুলের

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪
দুর্দান্ত ঢাকার অনুশীলনে শরিফুল ইসলাম। ছবি : মীর ফরিদ

নিজস্ব প্রতিনিধি

সময়টা ভালোই যাচ্ছে শরিফুল ইসলামের। গত বছর তিন সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন এই বাঁহাতি পেসার। নতুন বছরও একই ছন্দ ধরে রাখতে চান তিনি।

আজ বিপিএলে তাঁর দল দুর্দান্ত ঢাকার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেছেন শরিফুল।

তিনি বলেছেন, ‘গত বছরটা আমার খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ছন্দ ধরে রাখার। যতোটা ফিট থেকে খেলা যায়, সে চেষ্টাও থাকবে।
কারণ, সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় এবারের বিপিএলে আলাদা নজর থাকবে। শরিফুলও বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান, ‘বিপিএল অনেক সহায়তা করবে।

যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের এটিই (মূল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে, আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সহায়তা করবে।’ 

দুর্দান্ত ঢাকার লক্ষ্য নিয়ে শরিফুল বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে চারে ওঠা।

সেরা চারে উঠতে পারলে আমরা ফাইনালের চিন্তা করব। আমাদের দলে আমি আছি, সৈকত (মোসাদ্দেক হোসেন) ভাই আছে, তাসকিন ভাই আছে, ইরফান শুক্কুর ভাই আছে, সাইফ হাসান আছে, নাঈম শেখ আছে; দেশি প্লেয়াররা আমরা যদি ভালো করি, কিছু কিছু ম্যাচে উইনিং পারফরম্যান্স করি, তাহলে আমরা ভালো করব।’