রংপুরের অধিনায়ক সোহান, কুমিল্লার লিটন, বাকিদের কে? ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪ সাকিব আল হাসান দলে থাকলেও নুরুল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছে রংপুর। ছবি মীর ফরিদ নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু ১৯ জুলাই। বাকি আর মাত্র তিন দিন। টুর্নামেন্টের পর্দা ওঠার আগে আজ একে একে ৩টি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। সবার আগে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম জানিয়েছে রংপুর রাইডার্স। তাদের দলে বাংলাদেশ জাতীয় দলের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান থাকলেও নুরুল হাসান সোহানকে অধিনায়ক ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে খুলনা টাইগার্স অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়কে। ইমরুল কায়েস দলে থাকলেও লিটন কুমার দাসকে অধিনায়ক করে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘বিপিএল এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেশসেরা উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। লিটন দাসের হাত ধরে শিরোপা ধারা অব্যাহত থাকুক। কুমিল্লার ফ্যানদের পক্ষ থেকে অধিনায়ক লিটন দাসের জন্য শুভকামনা।’ সিলেট স্ট্রাইকার্স তাদের আইকন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক হিসেবে বেছে রেখেছে। দলটির প্রধান কোচ রাজিন সালেহ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশাআল্লাহ।’ তবে মাশরাফিকে এবারের বিপিএলে তারা পাবে কিনা সেটিই এখনো নিশ্চিত করতে পারেনি দলটি। ফরচুন বরিশালের অধিনায়কত্ব নিয়ে দলটির অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এটা (অধিনায়কত্ব) এখনও আমি কোনো কিছু জানি না। এটা সম্পূর্ণ দলের মালিকের সিদ্ধান্ত। সে কীভাবে চায়। তামিম ভাই আমাকে বলেছিলেন, তুই করলে ভালো হয়। তিনি চাইছেন যেন আমিই করি। তারপরও এটা দলের মালিকের সিদ্ধান্ত।’ দুর্দান্ত ঢাকা তাদের অধিনায়কের নাম না জানালেও এই দৌড়ে এগিয়ে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের ভাবনায় শুভাগত হোম আছেন বলে জানা গেছে। SHARES খেলাধুলা বিষয়: অধিনায়ক সোহানকুমিল্লার লিটনরংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু ১৯ জুলাই। বাকি আর মাত্র তিন দিন। টুর্নামেন্টের পর্দা ওঠার আগে আজ একে একে ৩টি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। সবার আগে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম জানিয়েছে রংপুর রাইডার্স।
তাদের দলে বাংলাদেশ জাতীয় দলের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান থাকলেও নুরুল হাসান সোহানকে অধিনায়ক ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে খুলনা টাইগার্স অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়কে। ইমরুল কায়েস দলে থাকলেও লিটন কুমার দাসকে অধিনায়ক করে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘বিপিএল এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেশসেরা উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। লিটন দাসের হাত ধরে শিরোপা ধারা অব্যাহত থাকুক। কুমিল্লার ফ্যানদের পক্ষ থেকে অধিনায়ক লিটন দাসের জন্য শুভকামনা।’ সিলেট স্ট্রাইকার্স তাদের আইকন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক হিসেবে বেছে রেখেছে। দলটির প্রধান কোচ রাজিন সালেহ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশাআল্লাহ।’ তবে মাশরাফিকে এবারের বিপিএলে তারা পাবে কিনা সেটিই এখনো নিশ্চিত করতে পারেনি দলটি। ফরচুন বরিশালের অধিনায়কত্ব নিয়ে দলটির অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এটা (অধিনায়কত্ব) এখনও আমি কোনো কিছু জানি না। এটা সম্পূর্ণ দলের মালিকের সিদ্ধান্ত। সে কীভাবে চায়। তামিম ভাই আমাকে বলেছিলেন, তুই করলে ভালো হয়। তিনি চাইছেন যেন আমিই করি। তারপরও এটা দলের মালিকের সিদ্ধান্ত।’ দুর্দান্ত ঢাকা তাদের অধিনায়কের নাম না জানালেও এই দৌড়ে এগিয়ে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের ভাবনায় শুভাগত হোম আছেন বলে জানা গেছে।
তামিম ভাই আমাকে বলেছিলেন, তুই করলে ভালো হয়। তিনি চাইছেন যেন আমিই করি। তারপরও এটা দলের মালিকের সিদ্ধান্ত।’ দুর্দান্ত ঢাকা তাদের অধিনায়কের নাম না জানালেও এই দৌড়ে এগিয়ে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের ভাবনায় শুভাগত হোম আছেন বলে জানা গেছে।