ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বরুড়া আসনের সংসদ সদস্য শফিউদ্দিন শামীম ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪ সোহেল মাহমুদ (ক্রাইম রিপোর্টার) :আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন,আজ অমর একুশে ফেব্রুয়ারি। দিবসের প্রথম প্রহরে বরুড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। রাত ১২টা ১ মিনিটে কুমিল্লা-৮,বরুড়া আসনের সংসদ সদস্য এ জেড এম শফিউদ্দিন শামীম, বরুড়া উপজেলার চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেক প্রশাসনিক কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। SHARES গণমাধ্যম বিষয়: