এশিয়া কাপ স্টেজ ওয়ান আর্চারির দুই ইভেন্টে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি

এশিয়া কাপ স্টেজ ওয়ান আর্চারিতে দুই সোনা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আজ ইরাকের বাগদাদে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে ছেলেদের রিকার্ভ দল। বাংলাদেশের হয়ে খেলেছেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ।এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে ১৯৪৫ স্কোর করে ছয় দলের মধ্যে দ্বিতীয় হয় বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সরাসরি খেলে সেমিফাইনালে। ২৫ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের বিপক্ষে খেলবেন তাঁরা।ফাইনালে উঠেছে রিকার্ভ দ্বৈতে খেলা সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকিও। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সঙ্গে ৪-৪ সেটে ড্র হওয়ার পর টাইব্রেকার জিতে সেমিতে ওঠেন তাঁরা।

এই ইভেন্টের ফাইনালেও প্রতিপক্ষ ভারত।মেয়েদের দলগত ইভেন্টে অবশ্য ফাইনালে যেতে পারেনি। বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের দল। কিন্তু সেমিতে উজবেকিস্তানের কাছে  ৩-৫ সেটে হেরে যান দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানারা।

ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাকের বিপক্ষে লড়বেন তাঁরা।