নতুন নির্বাচক কমিটির সঙ্গে হাতুরাসিংহের সাক্ষাৎ

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
চন্দিকা হাতুরাসিংহে

নিজস্ব প্রতিনিধি

নিউজিল্যান্ড সফরের পর ছুটিতে গিয়েছিলেন চন্দিকা হাতুরাসিংহে। ছুটি কাটিয়ে গতকাল বাংলাদেশে ফিরেছেন তিনি। লক্ষ্য ঘরের মাঠে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কানদের বিপক্ষে আগামী মাসে তিন সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ।
কাল ফিরে আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছেন হাতুরাসিংহে। মিরপুরে বিপিএলের লিগ পর্বের শেষ দিনের খেলা কিছু সময় দেখেছেন তিনি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক প্যানেলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে হাতুরাসিংহের।হাতুরাসিংহে ছুটিতে থাকা অবস্থায়ই চুড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের নতুন নির্বাচক প্যানেল।

বিসিবির সিদ্ধান্ত নিয়ে অবশ্য অবগত ছিলেন তিনি। প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর স্থলাভিষিক্ত হয়েছেন আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। নির্বাচক প্যানেলে আরেক নতুন মুখ হান্নান সরকার। পুরোনো প্যানেল থেকে রয়ে গেছেন আবদুর রাজ্জাক।
আজ তিনজনের সঙ্গেই হাতুরাসিংহের আলাপ হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো দায়িত্ব নেয়নি নতুন নির্বাচক প্যানেল। ১লা মার্চ পর্যন্ত দায়িত্ব থাকছে আগের কমিটির হাতে। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু না করলেও দল নিয়ে এখন থেকেই আলাপ-আলোচনা করছে গাজী আশরাফের নেতৃত্বাধীন নতুন কমিটি।