বার ক্রিস্টাল প্যালেসের কাছে হারল লিভারপুল ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৪ সংগৃহীত ছবি নিজস্ব প্রতিনিধি দুই দিন আগেই ইউরোপা লিগে ঘরের মাঠে আতালান্তার কাছে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। সেই ধাক্কা কাটতে না কাটতেই এবার প্রিমিয়ার লিগে হেরে বসেছে ইয়ুর্গেন ক্লপের দল। পয়েন্ট টেবিলের ১৪ নম্বর দল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেছে ১-০ গোলে। এই হারে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ নষ্টের পাশাপাশি ম্যানচেস্টার সিটিকে টপকে যাওয়ার সুবর্ন সুযোগ হাতছাড়া করেছে অলরেডরা। ৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৭১। ৭৩ ম্যাচে সবার উপরে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৭১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। রাতেই অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতলেই শীর্ষস্থানে ফিরে আসবে গানাররা। ঘরের মাঠে বল দখলের সঙ্গে আক্রমণে আধিপত্য দেখিয়েও হার এড়াতে পারেনি ক্লপের দল। ৬৯ ভাগ বলের দখল নিয়ে গোলের জন্য শট নেয় ২১টি। এরপরেও ম্যাচে ফেরার গোল পায়নি লিভারপুল। প্যালেসের হয়ে ম্যাচের ১৪ মিনিটে একমাত্র গোলটি করেন এবেরেচি এজে। যা গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। এই হারে শিরোপা সমীকরণে পিছিয়েই পড়ল লিভারপুল। SHARES খেলাধুলা বিষয়: প্যালেসবার ক্রিস্টাললিভারপুল
দুই দিন আগেই ইউরোপা লিগে ঘরের মাঠে আতালান্তার কাছে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। সেই ধাক্কা কাটতে না কাটতেই এবার প্রিমিয়ার লিগে হেরে বসেছে ইয়ুর্গেন ক্লপের দল। পয়েন্ট টেবিলের ১৪ নম্বর দল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেছে ১-০ গোলে। এই হারে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ নষ্টের পাশাপাশি ম্যানচেস্টার সিটিকে টপকে যাওয়ার সুবর্ন সুযোগ হাতছাড়া করেছে অলরেডরা।
৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৭১। ৭৩ ম্যাচে সবার উপরে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৭১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। রাতেই অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতলেই শীর্ষস্থানে ফিরে আসবে গানাররা।
ঘরের মাঠে বল দখলের সঙ্গে আক্রমণে আধিপত্য দেখিয়েও হার এড়াতে পারেনি ক্লপের দল। ৬৯ ভাগ বলের দখল নিয়ে গোলের জন্য শট নেয় ২১টি। এরপরেও ম্যাচে ফেরার গোল পায়নি লিভারপুল। প্যালেসের হয়ে ম্যাচের ১৪ মিনিটে একমাত্র গোলটি করেন এবেরেচি এজে।