চাঁদাবাজ ও দখলবাজদের দৌরাত্ব বেড়েই চলেছে, গণশক্তি সভার মতবিনিময় সভায় বক্তারা

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

 

মোহাম্মদ শরীফুজ্জামান (বিশেষ প্রতিনিধি): চাঁদাবাজ ও দখলবাজদের দৌরাত্ম বেড়েই চলেছে। চাঁদাবাজদের লাগাম ধরে রাখতে না পারলে সংস্কার কার্যক্রম ব্যর্থ হয়ে যাবে। গণশক্তি সভা কর্তৃক আয়োজিত
রাজনীতিতে চাঁদাবাজ ও দখলবাজদের প্রভাব শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন গণশক্তি সভার পরিচালক সাদেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
লে. কর্নেল (অব:) হাসিনুর রহমান, বীর প্রতিক, প্রফেসর ড. সৈয়দ আবদুল আজিজ,
লে.কর্নেল (অব:) ফেরদৌস আজিজ, মেজর (অব:) রেজাউল হান্নান শাহীন,ড. দেওয়ান সাজ্জাদ
আন্তর্জাতিক সম্পর্কের গবেষক মবিনুল ইসলাম,কবি মনির ইউসুফ, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল প্রমূখ। লে. কর্নেল(অব.)হাসিন বলেন, দুর্বৃত্তায়ন বন্ধ না হলে আমাদের সব অর্জন বিফলে যাবে। চাঁদাবাজি ও দখলবাজির কবল থেকে দেশকে উদ্ধার করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ বলেন, এটা চাঁদাবাজি নয় এটা ঘৃণ্য ভিক্ষাবৃত্তি। এই ভিক্ষাবৃত্তি থেকে আমরা বের হতে না পারলে এ সংস্কারের কোন মানে নাই। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হবে না। বাজার ঘাটে, বাসস্ট্যান্ডে, রাস্তায় পন্য পরিবহনে,শিল্প কারকানায় সর্বত্র চাঁদাবাজদের উপদ্রব বেড়েই চলেছে। চাঁদাবাজদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনগণ। ২৪ এর অদ্ভুত্থানের পরে মানুষ যে শান্তি ও স্থিতিশীলতা আশা করেছিল চাঁদাবাজ ও দখলবাজদের কারণে মানুষ আশাহত হচ্ছে।মেজর (অব.) রেজাউল হান্নান শাহিন বলেন,একজন ব্যক্তি সৎ হলেই সমাজ বদলে যাবে। কাজেই বদলাতে হলে আপনাকে নিজেকে সৎ হতে হবে। সভাপতির বক্তব্যে আলমগীর মহিউদ্দিন বলেন,আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। কিছু চান্দাবাজ ও দখলবাজদের কারণে আমাদের শান্তি বিনষ্ট হচ্ছে। আমাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে হলে চাঁদাবাজ, দখলবাজ, মুক্ত দেশ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আমরা সফল হব।আল্লাহ আমাদের সহায় হবেন।